<![CDATA[
পাবনার ঈশ্বরদীতে তাঁতবস্ত্র ও কুটিরশিল্প মেলায় জাদু প্রদর্শনীর নামে চলছে অবৈধ লটারির টিকিট বিক্রি ও তরুণীদের অশ্লীল নৃত্য। আর এসব প্রদর্শনীতে দর্শকসারিতে স্কুল-কলেজের শিক্ষার্থীদের ভিড় দেখা গেছে।
মেলা চালাতে জেলা প্রশাসন ১৫টি শর্ত দিলেও তা মানছে না কর্তৃপক্ষ। অনুমতিপত্রে রাত ৯টার পর মেলায় জাদু প্রদর্শনী, সার্কাসসহ সব কার্যক্রম বন্ধ থাকার কথা থাকলেও তা হরদম চলছে। এখানে সার্কাসের কথা বলে টিকিট বিক্রি করা হচ্ছে; তবে ভেতরে চলছে অশালীন পোশাকে অশ্লীল নৃত্য।
জানা যায়, গত ২০ অক্টোবর থেকে ঈশ্বরদী স্টেডিয়াম মাঠে মেলা শুরু হয়৷ মেলায় প্রথম দুদিন লটারির টিকিট বিক্রি কার্যক্রম চলে। এরপর কোনো এক কারণে টিকিট বিক্রি বন্ধ হয়ে যায়। এরপর মাঝখানে কয়েকদিন মেলা বন্ধ থাকলেও গত ৬ নভেম্বর থেকে পুনরায় চালু হয়। এরপর ১৪ নভেম্বর থেকে আবার লটারির টিকেট বিক্রি কার্যক্রম চলমান রয়েছে৷
এদিকে এইচএসসি পরীক্ষা চলছে। ছেলেরা রাত হলে পড়াশোনা বাদ দিয়ে মেলায় চলে যাচ্ছে, তাদের ধরে রাখা যাচ্ছে না বলে জানান অভিভাবকরা।
স্টেডিয়াম মাঠের আশপাশের লোকজনের অভিযোগ, এখানে মেলার নামে উচ্চশব্দে গানবাজনা চলছে। রাতভর পর্যন্ত গানবাজনা হয়৷ গানবাজনার অনেক শব্দ হয়। আমাদের ছেলেমেয়েদের এইচএসসি পরীক্ষা, এরা পড়বে কীভাবে৷
আরও পড়ুন: অশ্লীল ছবি তুলে চাঁদা দাবি, তিন নারীসহ গ্রেফতার ৫
এ বিষয়ে ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের ভবানীপুর গ্রামের রুবেল হোসেন জানান, আমি পরিবারসহ মেলায় গিয়েছিলাম। সেখানে পরিবেশটা অনেক খারাপ। ১২০ টাকা করে টিকিট কেটে সার্কাস দেখতে গিয়েছিলাম ৷ তবে সেখানে গিয়ে দেখলাম বাজেভাবে মেয়েরা নৃত্য করছে, যেটা দেখে আমি আমার পরিবারসহ মেলা থেকে বের হয়ে আসতে বাধ্য হয়েছি।
একই এলাকার নাজমুল মণ্ডল জানান, স্ত্রী ও ছোট ভাইকে নিয়ে নিয়ে জাদু প্রদর্শনী দেখতে গিয়েছিলাম। সেখানে গিয়ে দেখি চার মেয়ে খারাপ পোশাকে গানের তালে নৃত্য করছেন৷ জাদুর নামে এ রকম নৃত্য ১০ মিনিট দেখে আমি আমার পরিবারসহ সেখান থেকে বের হয়ে আসি।
আরও পড়ুন: নারীকে অশ্লীল গালিগালাজের ভিডিও ভাইরাল, এসআই ক্লোজড
ঈশ্বরদী পৌরসভার ৭নং ওয়ার্ডের হান্নান জানান, ঈশ্বরদীতে তাঁতবস্ত্র ও কুটিরশিল্প মেলা হচ্ছে৷ তবে তাঁতবস্ত্রের কোনো নামগন্ধ নেই৷ মেলায় জাদু দেখার নামে টিকিট বিক্রি করা হচ্ছে। এসব টিকিট বিক্রি করার কারণে ছেলেরা নষ্ট হচ্ছে।
এ বিষয়ে মেলা কমিটির নেতাদের কাছে জানতে চাইলে তারা জানান, সবকিছু বৈধভাবেই হচ্ছে।
এ বিষয়ে জেলা প্রশাসনের দেয়া তথ্যমতে, ঈশ্বরদী প্রেসক্লাবের আয়োজনে ১৫টি শর্তে মাসব্যাপী তাঁত ও বস্ত্র মেলার অনুমতি দেয় জেলা প্রশাসন ।
]]>