<![CDATA[
যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামির জার্সিতে পরপর চার ম্যাচে জয় পেয়েছেন লিওনেল মেসি। এবার মার্কিন ক্লাবটির জার্সি জড়িয়ে পঞ্চমবারের মতো মাঠে নেমেছেন তিনি। লক্ষ্য লিগস কাপের সেমিফাইনাল।
শনিবার (১২ আগস্ট) ডিআরভি পিএনকে স্টেডিয়ামে বাংলাদেশ সময় ভোর সাড়ে ৬টায় লিগস কাপের কোয়ার্টারফাইনালে মাঠে নামে শার্লট এফসি ও ইন্টার মায়ামি। ম্যাচটিতে শুরুর একাদশে মাঠে নামেন বিশ্বকাপজয়ী তারকা লিওনেল মেসি।
আরও পড়ুন: মৌসুমের শুরুতেই জোড়া গোলে সিটিকে জেতালেন হলান্ড
ক্লাব ক্যারিয়ারে বার্সেলোনাকে একের পর এক সাফল্যে ভাসিয়েছেন। পিএসজি অধ্যায়ে চ্যাম্পিয়ন্স লিগ না জেতাতে পারলেও ক্লাবকে উপহার দিয়েছেন লিগ শিরোপা। ক্যারিয়ারের শেষবেলায় মেসি এসেছেন যুক্তরাষ্ট্রে। কম চাহিদার লিগ বলে যারা সমালোচনায় মেতে উঠেছিলেন তাদের দিতে চান দাঁতভাঙ্গা জবাব। মৌসুমের শুরুতেই ইন্টার মায়ামিকে উপহার দিতে চান লিগস কাপে প্রত্যাশিত সাফল্য।
মায়ামি অভিযানে একের পর এক ম্যাজিক দেখিয়েই যাচ্ছেন মেসি। চার ম্যাচের চারটিতেই মার্কিন মুল্লুকে আগুন ঝরিয়েছেন এলএম টেন। এখন পর্যন্ত খেলা চার ম্যাচে ৭ গোলের পাশাপাশি অ্যাসিস্ট করেছেন তিনটিতে। আরও একবার তার পায়ের যাদুতে শার্লটকে হারিয়ে দলকে সেমির মঞ্চে নিয়ে যেতে চান মেসি। নিজেদের মাঠে জয় নিয়ে আত্মবিশ্বাসী কোচ টাটা মার্টিনো।
মায়ামি কোচ টাটা মার্টিনো বলেন, ‘আমরা জয়ের ছন্দে আছি। শার্লটের বিপক্ষেও সেটা ধরে রাখতে হবে। একাদশ কেমন হবে সেটা নিয়ে আগে থেকে কোন আভাস দিতে চাই না। আমার আস্থা আছে ওদের ওপর। ওদের কৌশল বলে দেয়া। মাঠে এখন কাজটা ঠিকঠাক করতে হবে ফুটবলারদের।’
আরও পড়ুন: শনিবার রোনালদোর ‘প্রথম’ ট্রফি জয়ের মিশন
এ দিকে প্রতিপক্ষের মাঠে শেষ ছয় অ্যাওয়ে ম্যাচেই জয়হীন শার্লট এফসি। নিজেদের মাঠে খেলা শেষ ৫ ম্যাচের তিনটিতেই জয় আছে ইন্টার মায়ামির। বাকি দুটি হয়েছে ড্র। তবে পরিসংখ্যান নয়, মাঠের লড়াইয়ে প্রতিপক্ষকে হারিয়ে যোগ্য দল হিসেবেই সেমিফাইনালে উঠতে চায় মেসি বাহিনী।
]]>