Skip to content

মেসিকে নিয়ে যা ভাবেন রোনালদো | খেলা

মেসিকে নিয়ে যা ভাবেন রোনালদো | খেলা

<![CDATA[

পিয়ার্স মরগানকে বিস্ফোরক সাক্ষাতকার দিয়ে ফুটবল বিশ্বে হইচই ফেলে দিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। দুই পর্বের প্রথম সাক্ষাতকারে তিনি কথা বলেছেন ম্যানচেস্টার ইউনাইটেড, ক্লাব সতীর্থ ও কোচ এরিক টেন হ্যাগকে নিয়ে। যার প্রতিটিই ছিল বিতর্কিত। এবার শেষ পর্বে তিনি কথা বলেছেন তার দীর্ঘ ফুটবল ক্যারিয়ারের চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসিকে নিয়ে।

বর্তমান ফুটবল বিশ্বের সেরা দুই তারকা লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো। মাঠের লড়াইয়ে তারা চিরপ্রতিদ্বন্দ্বী। তবে বাস্তব জীবনে তাদের মধ্যে কতটা শত্রুতা আর কতটা বন্ধুত্ব সে প্রসঙ্গে বৃহস্পতিবার (১৮ নভেম্বর) পিয়ার্স মরগানকে জানিয়েছেন রোনালদো। পর্তুগিজ তারকা জানিয়েছেন মেসি সম্পর্কে তার ভাবনার কথাও।

রোনালদো বলেন, ‘সে দুর্দান্ত খেলোয়াড়। জাদুকরী। সেরা। আমরা ১৬ বছর ধরে একই মঞ্চ ভাগাভাগি করছি। কল্পনা করুন, ১৬ বছর! তার সঙ্গে আমার দারুণ সম্পর্ক রয়েছে।’

আরও পড়ুন: বিশ্বকাপ পরিসংখ্যানে মেসি, রোনালদো ও নেইমার

পর্তুগিজ তারকা যোগ করেন, ‘ তবে বন্ধু হিসেবে যেটা বোঝানো হয় যে, এক বাড়িতে সময় কাটানো বা ফোনে কথা বলা, সে অর্থে আমি তার বন্ধু নই। আমাদের সম্পর্কটা সতীর্থের মতো। সে সবসময় আমার ব্যাপারে যেভাবে কথা বলে, আমি সত্যিই তাকে সম্মান করি। এমনকি তার স্ত্রী, আমার প্রেমিকা, তাদের মধ্যেও শ্রদ্ধার সম্পর্ক। তারা দুজনই আর্জেন্টাইন।’

ক্যারিয়ারের পঞ্চম বিশ্বকাপ খেলতে নামবেন রোনালদো। ফিটনেস-সচেতন হলেও সিআরসেভেনের পক্ষে আরেকটা বিশ্বকাপ খেলা যে প্রায় অসম্ভব ব্যাপার–এমনটা বলছেন অনেকেই। সতীর্থরাও সে কারণে কাতার বিশ্বকাপটা রোনালদোর জন্য খেলতে চান।

আরও পড়ুন: কাতার বিশ্বকাপ যাবে কার ঘরে?

অবসর নিয়ে জানতে চাইলে রোনালদো বলেন, ‘অন্তত আমার জন্য এটা একটি স্টুপিড প্রশ্ন। ধীরে ধীরে সবাই বুড়ো হবে। এটা স্বাভাবিক প্রক্রিয়া। তবে এটা ঠিক যে, আমি ২০ বছর বয়সেও যেমন ছিলাম এখন আর তেমন নেই। কিন্তু আমি নিজেকে মানিয়ে নিয়েছি। নিজের শক্তিমত্তা সম্পর্কেও বেশ ভালো জানি। এখনও আন্তর্জাতিক লেভেলে খেলে যাচ্ছি, গোল করছি এবং করবও। যদি-না আমি খুশি থাকতে পারি। আমি আরও দুই কিংবা তিন বছর খেলা চালিয়ে যেতে চাই। চল্লিশে (বয়স) গুডবাই বলতে চাই।’

]]>

সূত্র: সময় টিভি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *