<![CDATA[
চীনের সমর্থকদের ভালবাসায় মুগ্ধ আর্জেন্টিনার কোচ লিওনেল স্ক্যালোনি। অস্ট্রেলিয়ার বিপক্ষে ফিফা প্রীতি ম্যাচ জয়ের কৃতিত্ব দিলেন মেসি-পাজ্জেলাকে। মেসির মত একজন ফুটবলার দলে থাকলে যে কোন কোচের পক্ষেই কাজটা সহজ হয়ে যায় বলেও জানান স্ক্যালোনি। এদিকে, প্রতিশোধ নিতে এসে উল্টো প্রতিপক্ষ দলের প্রাণভোমরা মেসি বন্দনায় মুখর ছিলেন অস্ট্রেলিয়ার কোচ গ্রাহাম আরনল্ড। মেসিকে ভালবাসায় সিক্ত করেছেন চীনের সমর্থকরাও।
বৃহস্পতিবার (১৬ জুন) অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে ক্লাব ও ক্যারিয়ারের দ্রততম গোল করেছেন লিওনেল মেসি। ২-০ গোলের ব্যবধানে দলকে ম্যাচও জিতিয়েছেন। এমন পারফরম্যান্স দেখে কে বলবে, মাত্র কয়েকদিন আগেই দলবদলের কঠিন ঝড়ের মধ্যদিয়ে গেছেন তিনি। চীনে এদিন অবশ্য সমর্থনটাও ভালোই পেয়েছে আর্জেন্টিনা। গ্যালারিজুরে একজন সমর্থকও খুজে পাওয়া যায়নি যার গায়ে ছিল অস্ট্রেলিয়ার হলুদ জার্সি।
আকাশী সাদায় চীন যেন হয়ে উঠেছিল একটুকরো আর্জেন্টিনা। ম্যাচশেষে মেসিকে প্রশংসায় ভাসিয়েছেন কোচ লিওনেল স্ক্যালোনি। তার মতে, দলে মেসির মতো খেলোয়াড় থাকা যেকোনো কোচের জন্য বাড়তি সুবিধা।
আরও পড়ুন: এমবাপ্পেকে রিয়াল মাদ্রিদে চান রদ্রিগো
এ প্রসঙ্গে স্ক্যালোনি বলেন, ‘আমার মনেই হয়নি ম্যাচটা আমরা চীনে খেলছি। এখানকার সমর্থকরা সত্যিই দারুণ। আর্জেন্টিনা দলের প্রতি ভালোবাসা দেখে মুগ্ধ আমরা। অস্ট্রেলিয়ার বিপক্ষে দুর্দান্ত খেলেছে মেসি। ও সত্যিই সবার মন জয় করে নিয়েছে। ওর মত একজন ফুটবলার দলে থাকা মানে যে কোন কোচের জন্যই নির্ভার থাকা।’
এবারের বিশ্বকাপে নক আউট পর্বে আর্জেন্টিনার কাছে হেরেছিল অস্ট্রেলিয়া। এই ম্যাচ তাই তাদের জন্য প্রতিশোধের মঞ্চ ছিল। তবে সেই লড়াইয়ে ব্যর্থ হয়েও প্রতিপক্ষ দলের জাদুকরের প্রশংসা করতে ভোলেনি অস্ট্রেলিয়ান কোচ গ্রাহাম আরনল্ড।
আরও পড়ুন: জয় দিয়ে এশিয়া সফর শুরু করল আর্জেন্টিনা
তিনি বলেন, ‘মেসি আমাকে আরও একবার মুগ্ধ করলো। পুরো গ্যালরিতে আমি একজন দর্শকও পাইনি অস্ট্রেলিয়ার জার্সিতে এসেছে। আমারতো মনে হয় জার্সি বিক্রির কিছু শেয়ার মেসিরও প্রাপ্য।’
এশিয়া সফরে আরও একটি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। আগামী ১৯ জুন ইন্দোনেশিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে মাঠে নামবে লিওনেল স্ক্যালোনির শিষ্যরা। সে ম্যাচে অবশ্য মেসিকে পাবে না আলবিসেলেস্তিরা। অস্ট্রেলিয়ার বিপক্ষে সদ্য সমাপ্ত ম্যাচ শেষে ছুটি কাটাতে যাওয়ার কথা রয়েছে বিশ্বকাপজয়ী তারকার।
]]>