Skip to content

মেসির যোগদানের দিনেও হারল ইন্টার মিয়ামি | খেলা

মেসির যোগদানের দিনেও হারল ইন্টার মিয়ামি | খেলা

<![CDATA[

গত জুনে পিএসজি ছাড়ার বিষয়টি নিশ্চিত হওয়ার পরই সকল জল্পনার অবসান ঘটিয়ে মেজর লিগ সকারের (এমএলএস) দল ইন্টার মিয়ামিতে যোগ দেওয়ার ঘোষণা দেন লিওনেল মেসি। শনিবার (১৫ জুলাই) ক্লাবটির সঙ্গে আনুষ্ঠানিক চুক্তিও হয়ে গেলো আর্জেন্টাইন মহাতারকার। তবে মেসির আগমনটি মাঠের খেলায় স্মরণীয় করে রাখতে পারেনি এমএলএসের ক্লাবটি।

একের পর এক হেরেই চলেছে লিওনেল মেসির নতুন ক্লাব। এমনকি বিশ্বকাপজয়ী মহাতারকার ক্লাবে যোগ দেওয়ার দিনেও হারের বৃত্ত ভেঙে বের হতে পারেনি মিয়ামি। শনিবার সেন্ট লুইসের মাঠে ৩-০ গোলের বড় ব্যবধানে হেরেছে জেরার্দো মার্টিনোর দল।  ম্যাচের প্রথমার্ধে ২ গোল খাওয়ার পর দ্বিতীয়ার্ধে আরও ১ গোল হজম করে মিয়ামি।

এমএলএসের ইস্টার্ন কনফারেন্সে বাজে সময় কাটছে ইন্টার মিয়ামির। ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকার ক্লাবে যোগ দেওয়ার দিনেও তাকে জয় দিয়ে বরণ করে নিতে পারেনি তারা। মাঝমাঠের আধিপত্য ধরে রেখেও ১টি গোলও আদায় করতে পারেনি মিয়ামি। উল্টো ৩ গোল হজম করে ব্যর্থতার ষোলোকলা পূর্ণ করেছে।

আরও পড়ুন: মেসি যুক্তরাষ্ট্রের ফুটবলকে এগিয়ে নেবেন: আনচেলত্তি

এদিন সিটি পার্কে ম্যাচের ২৮ মিনিটে সামুয়েল আদেনিরান গোল করে এন্ট লুইসকে এগিয়ে দেন। ৪০ মিনিটে টিম পার্কারের গোলে ব্যবধান দ্বিগুণ করে স্বাগতিকরা।

এদিন ৬৪ শতাংশ সময় বল পায়ে রেখে ১০টি শট নেওয়া ইন্টার মিয়ামি মাত্র ৩টি শট লক্ষে রাখতে সমর্থ হয়। গোল তো দূরের কথা প্রতিপক্ষের গোলরক্ষকের বড় পরীক্ষাও নিতে পারেনি সফরকারী গ্যালাক্সি। উল্টো ৮৬ মিনিটে আরও এক গোল খায় তারা। মিয়ামির কফিনে শেষ পেরেকটি ঠোকেন এডুয়ার্ড লওরেন।

এই হারে পয়েন্ট টেবিলের একদম নিচেই থাকল মিয়ামির অবস্থান। ২২ ম্যাচে মাত্র পাঁচটিতে জয় পেয়েছে মেসির নতুন ক্লাব। তাতে ১৮ পয়েন্ট নিয়ে ১৫ দলের মধ্যে সবার নিচে মেসির বর্তমান দল। ২২ গোল করা মিয়ামি গোল খেয়েছে ৩৬টি।

আগামী ২১ জুলাই (শুক্রবার) লিগ কাপের ম্যাচে ক্রুজ আজুলের বিপক্ষে অভিষেক হবে মেসির।

]]>

সূত্র: সময় টিভি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *