Skip to content

মেসি-নেইমারদের ম্যাচ দেখতে যাবে না পিএসজির সমর্থক গোষ্ঠীরা | খেলা

মেসি-নেইমারদের ম্যাচ দেখতে যাবে না পিএসজির সমর্থক গোষ্ঠীরা | খেলা

<![CDATA[

অনির্দিষ্টকালের জন্য পিএসজির ম্যাচে, স্টেডিয়ামে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে ক্লাবটির অফিসিয়াল সমর্থক গোষ্ঠী ‘দ্য কালেকটিফ আল্ট্রাস প্যারিস’। কেবল মেসি-নেইমারদের ম্যাচ নয়, নারী ফুটবল দল ও হ্যান্ডবল দলের ম্যাচেও উপস্থিত থাকবেন না তারা। মঙ্গলবার (৯ মে) ক্লাব কর্তৃপক্ষের সঙ্গে এক বৈঠক শেষে আনুষ্ঠানিক বিবৃতিতে এ কথা জানিয়েছে পিএসজি আল্ট্রাস।

সময়টা ভালো যাচ্ছে না প্যারিস সেইন্ট জার্মেইনের। উত্তপ্ত ড্রেসিং রুম, তারকা ফুটবলারদের অনিশ্চিত ভবিষ্যৎ। ক্লাব কর্তৃপক্ষের সঙ্গে সম্পর্কের অবনতি ঘটেছে সমর্থকদেরও।

আরও পড়ুন: লরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টস অ্যাওয়ার্ড জিতলেন মেসি 

পিএসজির একমাত্র অফিসিয়াল সমর্থক গোষ্ঠীর নাম ‘দ্য কালেকটিফ আল্ট্রাস প্যারিস’। অন্য দশটা ক্লাব আল্ট্রাসের মতো যারা কিনা ক্লাবের প্রতি ম্যাচেই মাঠে থাকে দলের সমর্থনে।

তবে সাম্প্রতিক সময়ে ক্লাবের সঙ্গে সম্পর্কে টানাপোড়েন পড়েছে আল্ট্রাসদের। যার শুরুটা ঘটে ক’দিন আগে। মেসি-নেইমারদের ক্লাব থেকে তাড়াতে ফুটবলারদের বাড়ির সামনে জড়ো হয়েছিল এই ফ্যানবেইস। সমর্থকদের সে কাজে অসন্তুষ্ট ক্লাব কর্তৃপক্ষ। শাস্তি হিসেবে ত্রয়ার বিপক্ষে ম্যাচে আল্ট্রাসদের অর্ধেকের বেশি টিকিট বাতিল করে।

শুধু কি তাই? পিএসজির নিজস্ব স্টেডিয়াম না কেনা, টিকিটের মূল্য না কমানোসহ, নানান বিষয়ে কর্তৃপক্ষের সঙ্গে মতের অমিল আল্ট্রাসদের। এই নিয়ে সমঝোতায় পৌঁছাতে, মঙ্গলবার এক বৈঠকে বসেছিল দুপক্ষ।

তবে নাসের আল খেলাইফির বোর্ডের সঙ্গে সমাধান তো দূরে থাক, আরো জলঘোলা হয়েছে সে বৈঠকের পর। আনুষ্ঠানিক বিবৃতিতে, ‘দ্য কালেকটিফ আল্ট্রাস প্যারিস’ জানিয়েছেন, অনির্দিষ্টকালের জন্য দলের সমর্থনে মাঠে যাবেন না তারা।

আরও পড়ুন: মেসি সৌদি আরবে যাক, চান না সমর্থকরা 

পিএসজি আল্ট্রাসদের ম্যাচ বর্জনের ঘোষণা এমন একসময়ে আসলো, যখন লিগ শিরোপা জয়ের খুব কাছে মেসি-নেইমারের দল। ম্যাচ বর্জনের সিদ্ধান্ত থেকে সরে না আসলে, তাদের ছাড়াই ট্রফি উদ্‌যাপন করতে হবে ফরাসি ক্লাবটিকে।

]]>

সূত্র: সময় টিভি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *