<![CDATA[
লিওনেল মেসি, সার্জিও বুস্কেটস ও জর্দি আলবার পর এবার ইন্টার মায়ামিতে যোগ দিচ্ছেন তাদের সাবেক সতীর্থ লুইস সুয়ারেজ। ইউরোপীয় গণমাধ্যমের দাবি, ইন্টার মায়ামিতে যোগ দিতে বর্তমান ক্লাব গ্রেমিওর সঙ্গে চুক্তি বাতিল করতে পারেন এই উরুগুইয়ান ফুটবলার। এদিকে, আরও একজন আন্তর্জাতিক খেলোয়াড় কিনতে অন্য ক্লাবের কাছ থেকে নতুন স্লট কিনেছে ইন্টার মায়ামি।
ইন্টার মায়ামির হয়ে ইতোমধ্যে অভিষেক হয়ে গেছে মেসি-বুস্কেটসের। মাঠে নামার অপেক্ষায় আছেন আলবাও। এবার ইন্টার মায়ামির আক্রমণ ভাগে দেখা যেতে পারে সুয়ারেজকেও। এই মুহূর্তে ব্রাজিলিয়ান ক্লাব গ্রেমিওর সঙ্গে চুক্তিবদ্ধ আছেন সাবেক বার্সা তারকা। আগামী বছর ডিসেম্বরে শেষ হবে সেই চুক্তির মেয়াদ। ইন্টার মায়ামিতে যোগ দিতে হলে গ্রেমিওর সঙ্গে চুক্তি বাতিল করতে হবে তাকে।
আরও পড়ুন: প্রথম বিশ্বকাপ ম্যাচেই হ্যাটট্রিক করলেন ব্রাজিলের বোর্জেস
স্প্যানিশ সংবাদ মাধ্যম স্পোর্টস জানিয়েছে, পুনরায় লিওনেল মেসির সতীর্থ হতে গ্রেমিওর সঙ্গে চুক্তি বাতিল করতে যাচ্ছেন সুয়ারেজ। সেক্ষেত্রে ক্লাবটিতে তার আয় করা সব অর্থ ফিরিয়ে দিতেও নাকি রাজি এই ৩৬ বছর বয়সী ফুটবলার। সেই সঙ্গে মেয়াদ শেষ হওয়ার আগে চুক্তি বাতিল করায় গ্রেমিওর যে আর্থিক ক্ষতি হবে তাও পরিশোধ করবেন এই ফরোয়ার্ড।
এদিকে, আরও একজন আন্তর্জাতিক ফুটবলার কিনতে সান হোসে আর্থকুয়েকের কাছ থেকে এক লাখ ৫০ হাজার ডলার দিয়ে নতুন স্লট কিনেছে ইন্টার মায়ামি। এমএলসের নিয়ম অনুযায়ী ৮ জন বিদেশি ফুটবলারের স্লট থাকে প্রতিটি ক্লাবের কাছ থেকে। এর বেশি ফুটবলার দলে রাখতে হলে অন্য ক্লাবগুলো থেকে টাকার বিনিময়ে কিনতে হয় স্লট। সেক্ষেত্রে যে ক্লাবগুলোকে স্লট বিক্রি করে তাদের দল থেকে কমে যায় বিদেশি ফুটবলারের স্লট।
আরও পড়ুন: জার্মান গণমাধ্যমের খবরে চটেছেন মানে
ইন্টার মায়ামি নতুন স্লট কেনায় আরও তীব্র হচ্ছে লুইস সুয়ারেজের যোগ দেয়ার গুঞ্জন। এই মুহূর্তে ২২ বিদেশি ফুটবলার খেলছেন ইন্টার মায়ামিতে, যার জন্য অতিরিক্ত ১৪টি স্লট কিনতে হয়েছে ক্লাবটিকে। গুঞ্জন আছে, ইন্টার মায়ামিতে যোগ দিতে পারেন সাবেক বার্সা মিডফিল্ডার আন্দ্রেস ইনিয়েস্তাও। সেক্ষেত্রে ক্লাবটিকে হয়তো একজন বিদেশি ফুটবলার ছাড়তে হবে, নয়তো আতিরিক্ত আরও একটি স্লট কিনতে হবে ।
]]>