Skip to content

মেহেরপুর জেলা বিএনপির পদযাত্রা অনুষ্ঠিত | বাংলাদেশ

মেহেরপুর জেলা বিএনপির পদযাত্রা অনুষ্ঠিত | বাংলাদেশ

<![CDATA[

দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তিসহ ১০ দফা দাবি, গণতন্ত্র পুনরুদ্ধার, জ্বালানী তৈল, গ্যাস ও নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে মেহেরপুর জেলা বিএনপির পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৫ ফেব্রুয়ারি) সকালে মেহেরপুর জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য মাসুদ অরুনের নেতৃত্বে শহরের নতুন বাসস্ট্যান্ড থেকে পদযাত্রা শুরু করে জেলা বিএনপি কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

এ সময় ব্যাপক পুলিশ, র‌্যাব ও ডিবি পুলিশের কড়া প্রহরায় বিভিন্ন গ্রাম থেকে বিএনপির দলীয় নেতাকর্মীরা অংশ নেয়। তারা সরকার বিরোধী বিভিন্ন শ্লোগানের পাশাপাশি অবিলম্বে তত্ত্বাবধায়ক সরকার গঠন করে দেশে নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠার দাবি জানান।

আরও পড়ুন: বিএনপি খুঁড়িয়ে পদযাত্রা করছে, দৌড়াতে পারছে না: কাদের

পদযাত্রায় বক্তব্য দিতে গিয়ে জেলা বিএনপি সভাপতি মাসুদ অরুণ বলেন, সরকারের দিন ঘনিয়ে এসেছে। তারা পালানোর পথ খুঁজছে। বিএনপির গণস্রোতে আওয়ামী লীগ এখন দিশেহারা। কারণ জনগণের অত্যাচারী এই সরকার দিনের ভোট রাতে চুরি করে ক্ষমতায় গেছে। তাই তারা জনগণকে ভয় পায়। জনগণের প্রতি এই সরকারের কোনো দায়বদ্ধতা নেই। তাই জ্বালানী, গ্যাস, নিত্যপণ্যসহ সমস্ত দ্রব্যমূল্য আজ মানুষের নাগালের বাইরে চলে গেছে। ওদিকে জনগণের টাকা চুরি করে সরকারের মন্ত্রী-এমপিরা বিদেশে বাড়ি গাড়ি কিনে ব্যাংকে টাকার পাহাড় গড়ছে।

আরও পড়ুন: বিএনপি দিনে পদযাত্রা, রাতে অ্যাম্বাসি যাত্রা করে: তথ্যমন্ত্রী

পদযাত্রায় জেলা বিএনপি সহসভাপতি জাভেদ মাসুদ মিল্টন, মুজিবনগর উপজেলা বিএনপি সভাপতি আমিরুল ইসলাম, মেহেরপুর সদর বিএনপি সভাপতি মারুফ আহমেদ বিজন, পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস, সাধারণ সম্পাদক আবু ওবায়দুল্লাহ সেন্টু, গাংনী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলু, জেলা বিএনপির সহসভাপতি আবদুল্লাহ, গাংনী উপজেলার সাবেক চেয়ারম্যান মুরাদ আলী, জেলা যুবদলের সভাপতি জাহিদুল ইসলাম, জেলা বিএনপির দফতর সম্পাদক আব্দুর রহিম, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আজমল হোসেন মিন্টু, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রোমানা আহমেদ, জুলফিকার আলী ভুট্টো, জেলা তাঁতীদলের সভাপতি মাহবুব হোসেন, জেলা শ্রমিক দলের সভাপতি আহসান হাবিব সোনা, বিএনপির নেতা আব্দুস সাক্তার মুক্তা, সাবেক ছাত্রদল নেতা আফরোজ প্রমুখ।

]]>

সূত্র: সময় টিভি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *