Skip to content

মৌলভীবাজারে সেপটিক ট্যাংকে পড়ে ভাই-বোনের মৃত্যু | বাংলাদেশ

মৌলভীবাজারে সেপটিক ট্যাংকে পড়ে ভাই-বোনের মৃত্যু | বাংলাদেশ

<![CDATA[

মৌলভীবাজারের কুলাউড়ায় সেপটিক ট্যাংকে পড়ে ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

রোববার (২ জুলাই) সকালে উপজেলার টিলাগাঁও ইউনিয়নের হাজীপুর গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহতরা হলো- হাজীপুর গ্রামের জাহাঙ্গীর মিয়ার ছেলে হাসান (৪) ও মেয়ে হাবিবা (৩)।

হাজীপুর গ্রামে সরেজমিনে গিয়ে দেখা যায়, দুই শিশু সন্তানের এমন আকস্মিক মৃত্যুতে দিনমজুর বাবা ও মায়ের আহাজারি থামছেই না। পাড়া প্রতিবেশীরা এসে জড়ো হয়েছেন।

আরও পড়ুন: নির্মাণাধীন সেপটিক ট্যাংকে নেমে ৩ শ্রমিকের মৃত্যু

স্বজনরা জানান, হাসান ও হাবিবা সকালে ঘরে বসেই খেলা করছিল। এক পর্যায়ে পরিবারের লোকজনের অগোচরে ঘর থেকে বেরিয়ে বাড়ির উঠোনে তারা খেলতে থাকে। কোন এক সময়ে ভাইবোন মিলে উঠোনের পাশের একটি সেপটিক ট্যাংকে বসে খেলতে যায়। এ সময় সেপটিক ট্যাংক ভেঙে ভিতরে পড়ে যায় তারা। এদিকে ঘরে তাদের দেখতে না পেয়ে মা সুমি আক্তার খোঁজতে থাকেন। কোথাও খোঁজ না পেয়ে  ঘরের পিছনের সেপটিক ট্যাংকের পাশে এসে দেখতে পান ওপরের অংশ ভাঙা। এতে সন্দেহ হলে ভাঙা অংশ সরিয়ে মুমূর্ষু অবস্থায় পাড়া প্রতিবেশীদের নিয়ে তাদের দুজনকে উদ্ধার করা হয়।

পরে কুলাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

কুলাউড়া থানার ওসি (তদন্ত) রতন কুমার নাথ বলেন, স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে নিহত দুই শিশুর মরদেহ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে।

]]>

সূত্র: সময় টিভি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *