<![CDATA[
খেলোয়াড় কেনায় ফিফার নিষেধাজ্ঞা উপেক্ষা করেই খেলোয়াড় কিনছে সৌদি ক্লাব আল নাসর। রোনালদোর ক্লাব চলতি দলবদলে এরই মধ্যে দলে ভিড়িয়েছে ক্রোয়াট মিডফিল্ডার মার্সেলো ব্রোজোভিচ ও আইভোরিয়ান মিডফিল্ডার সিকো ফোফানাকে। এবার ম্যানচেস্টার ইউনাইটেডের ব্রাজিলিয়ান ফুলব্যাক অ্যালেক্স তেলেসকে দলে ভেড়ানোর পথে ক্লাবটি।
সৌদি লিগের ক্লাবগুলো রীতিমতো হুমকির কারণে পরিণত হয়েছে ইউরোপের লিগগুলোর জন্য। একের পর এক তারকাকে ইউরোপের শীর্ষ লিগ থেকে নিজেদের লিগে টানছে সৌদি। মোটা অঙ্কের বেতনে সৌদি লিগে পাড়ি জমিয়েছেন সেরা তারকাদের অনেকেই। আরও অনেকেই আছেন পথে।
তাদেরই একজন ব্রাজিল জাতীয় দলের তারকা লেফট ব্যাক অ্যালেক্স তেলেস। ম্যানচেস্টার ইউনাইটেডের এই তারকা সৌদি ক্লাব আল নাসরে যোগ দেয়ার খুব কাছাকাছি আছেন বলে জানিয়েছেন দল বদলের খবরের নির্ভরযোগ্য সূত্র ফ্যাব্রিজিও রোমানো। তিনি জানিয়েছেন দুই ক্লাব এরই মধ্যে ঐক্যমত্যে পৌঁছেছে এবং যেকোনো সময় এই চুক্তি সম্পন্ন হতে পারে। রোনালদোর ক্লাবের সঙ্গে তেলেসও ব্যক্তিগত হিসেব নিকেশে ঐক্যমত্যে পৌঁছেছেন।
আরও পড়ুন:সৌদি প্রো লিগ এমএলএস-এর চেয়ে ভালো
২০২০ সালে পোর্তো থেকে ১৫.৪ মিলিয়ন ইউরোর বিনিময়ে ম্যানচেস্টার ইউনাইটেড অ্যালেক্স তেলেসকে দলে ভেড়ায়। রেড ডেভিলদের হয়ে ৫০ ম্যাচ খেলার পর গত মৌসুমের শুরুতে তাকে ধারে সেভিয়ায় খেলতে পাঠায় ক্লাবটি। সেখানে ৩৮ ম্যাচ খেলে ৩ গোল ও ৬টি অ্যাসিস্ট করেন তেলেস। ক্লাবটির হয়ে জেতেন ইউরোপা লিগের শিরোপাও। এছাড়া খেলেছেন ইন্টার মিলান, গ্যালতাসারাই ও গ্রেমিওর হয়েও।
ব্রাজিল জাতীয় দলের হয়েও ১২ ম্যাচে মাঠে নেমেছেন তেলেস। ২০১৯ সালে পানামার বিপক্ষে প্রীতি ম্যাচ দিয়ে জাতীয় দলের হয়ে অভিষেক হয় তার। ২০২২ বিশ্বকাপেও সাম্বার দেশের হয়ে মাঠ মাতিয়েছেন ৩০ বছর বয়সী এই ফুলব্যাক।
]]>