Skip to content

ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়লেন রোনালদো | খেলা

ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়লেন রোনালদো | খেলা

<![CDATA[

সব শেষ হয়ে গিয়েছিল আগেই। শুধু আনুষ্ঠানিক ঘোষণাটা বাকি ছিল। সেটি এবার এলো। ৬৭ শব্দবন্ধে ইউনাইটেড কর্তৃপক্ষ রোনালদোর দল ছাড়ার বিষয়টি নিশ্চিত করেছে। জানা গেছে, যৌথ সম্মতিতেই ক্লাব ছাড়ছেন সিআরসেভেন।

মঙ্গলবার (২২ নভেম্বার) ফুটবলে বড় আপসেটের দিন। বিশ্বকাপের অন্যতম ফেবারিট আর্জেন্টিনাকে হারিয়ে  বিশ্বকাপ ইতিহাসে বড় অঘটনের জন্ম দিয়েছে সৌদি আরব। এর মধ্যেই এলো রোনালদোর ঘোষণাটা।

আরও পড়ুন: সমালোচনার বিরুদ্ধে আমি ‘বুলেটপ্রুফ’

দলবদল বিষয়ক ক্রীড়া সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো জানিয়েছেন, রোনালদোর সঙ্গে ইংল্যান্ডের ক্লাবটির সমঝোতা হয়েছে। ইউনাইটেডও রোনালদোর দল ছাড়ার ব্যাপারে এক বিবৃতি দিয়েছে। সেখানে তারা রোনালদোকে ধন্যবাদ জানিয়েছে।

ইউনাইটেড বিবৃতিতে বলেছে, ‘দুই মেয়াদে ওল্ড ট্রাফোর্ডে অনন্য অবদান রাখায় রোনালদোকে অনেক ধন্যবাদ। আমাদের হয়ে সে ৩৪৬ ম্যাচে ১৪৫ গোল করেছে। তার পরিবার ও তাকে আমরা ভবিষ্যতের জন্য শুভকামনা জানাই। ম্যানচেস্টার ইউনাইটেডে প্রত্যেকেই ফোকাস। কোচ এরিক টেন হ্যাগের অধীনে ভালো করার জন্য সবাই সর্বোচ্চ চেষ্টা করছে।’

রোনালদার দল ছাড়ার ব্যাপারে ইউনাইটেড সমঝোতার কথা বললেও ফুটবল ভক্তরা বলছেন অন্য কথা। সম্প্রতি ক্লাব ও কোচ টেন হ্যাগকে নিয়ে বিস্ফোরক এক সাক্ষাৎকার দিয়েছিলেন রোনালদো। পিয়ার্স মরগ্যানের সঙ্গে দীর্ঘ সেই সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ‘টেন হ্যাগের জন্য আমার কোনো সম্মান নেই। কারণ আমাকেও তিনি সম্মান দেখান না। কেউ আমাকে সম্মান না দিলে আমি তাকে সম্মান দিই না। সত্যি কথা বলতে, স্যার অ্যালেক্স ফার্গুসন বিদায় নেয়ার পর ম্যানচেস্টার ইউনাইটেডের কোনো উন্নতি হয়নি।’

আরও পড়ুন: যে কারণে এক ফ্রেমে মেসি-রোনালদো

চলতি মৌসুমের শুরুতে রোনালদো ইউনাইটেড ছাড়ার জন্য চেষ্টা করেছিলেন। তবে যতটা না নিজে চেয়েছেন, তার চেয়ে বেশি কোচই তাকে তাড়াতে চেয়েছেন বলে দাবি পর্তুগিজ তারকার। রোনালদো বলেছিলেন, ‘টেন হ্যাগ চেয়েছেন আমি চলে যাই। শুধু কোচই নন, ক্লাবের আরও দুই থেকে তিনজন ব্যক্তি আমাকে বের করে দিতে চেয়েছেন। আমি বিশ্বাসঘাতকতার শিকার হয়েছি।’

]]>

সূত্র: সময় টিভি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *