Skip to content

ম্যানসিটিতে যোগ দিয়েই ‘বিশ্বসেরা’ বললেন ক্রোয়াট তারকা | খেলা

ম্যানসিটিতে যোগ দিয়েই 'বিশ্বসেরা' বললেন ক্রোয়াট তারকা | খেলা

<![CDATA[

এবারের দলবদল শুরু হওয়ার পর থেকেই তার দল বদলের গুঞ্জন ডালপালা মেলছিল। বলা হচ্ছিল, ম্যানচেস্টার সিটিতে যোগ দিতে যাচ্ছেন তিনি। অবশেষে গুঞ্জনই সত্যি হলো। চেলসি ছেড়ে ম্যানচেস্টার সিটিতেই যোগ দিলেন ক্রোয়েশিয়ার মিডফিল্ডার মাত্তেও কোভাচিচ।

চেলসির ক্রোয়াট মিডফিল্ডার মাত্তেও কোভাচিচকে নতুন খেলোয়াড় হিসেবে দলে ভিড়িয়েছে সদ্য ট্রেবল জেতা ম্যানচেস্টার সিটি। বুধবার (২৭ জুন) ২৯ বছর বয়সী এই মিডফিল্ডারকে দলে ভেড়ানোর বিষয়টি নিশ্চিত করেছে প্রিমিয়ার লিগের ক্লাবটি।

চার বছরের জন্য কোভাচিচের সঙ্গে চুক্তি করেছে সিটি। তাকে দলে ভেড়াতে প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়নদের খরচ করতে হয়েছে ২৫ মিলিয়ন ইউরো, যা শর্তপূরণ সাপেক্ষে আরও পাঁচ মিলিয়ন পর্যন্ত বাড়তে পারে।

 

আরও পড়ুন:১৩ ফুটবলারকে বাজারে তুলছে ম্যানচেস্টার ইউনাইটেড

সিটিতে যোগ দিয়ে এই ক্রোয়াট তারকা বলেন, ‘আমি দারুণ কিছু বছর কাটিয়েছি (চেলসিতে) কিন্তু এখন সময় নতুন অধ্যায় শুরুর এবং জেতার। ম্যানচেস্টার সিটি পারফেক্ট একটা ক্লাব যেখানে আপনি অনেক কিছু জিততে পারবেন এবং আমি আমার সেরা চেষ্টাটা করব প্রতিবছর জেতার জন্য। ট্রফি সংগ্রহ করাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ।’

শুধু তাই নয়, পেপ গার্দিওলার অধীনে খেলতে তিনি মুখিয়ে আছেন বলেও জানান। সেই সঙ্গে সিটিকে এই মুহূর্তে বিশ্বসেরা বলে আখ্যায়িত করেন, ‘এটা আমার জন্য দারুণ একটা বদল। পেপ গার্দিওলার অধীনে এই দলটাকে যারা খেলতে দেখেছেন তারা জানেন, কতটা দারুণ এই দলটা! আমার জন্য তারা বিশ্বসেরা। এমন একটা স্কোয়াডে যোগ দেওয়াটা যেকোনো ফুটবলারের স্বপ্ন।’

ডায়নামো জাগরেবের হয়ে ক্যারিয়ার শুরু করা কোভাচিচ ইন্টার মিলান হয়ে ২০১৫ সালে রিয়াল মাদ্রিদে যোগ দেন। ২০১৯ পর্যন্ত রিয়ালের হয়ে খেলে হ্যাটট্রিক চ্যাম্পিয়ন্স লিগসহ লা লিগার শিরোপাও জেতেন। এরপর ২০১৯ সালে ধারে চেলসিতে খেলে পরের বছর স্থায়ীভাবে প্রিমিয়ার লিগের দলটিতে যোগ দেন। সেখানেও আরেকবার চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জেতেন।

]]>

সূত্র: সময় টিভি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *