Skip to content

ময়মনসিংহে পুলিশ উপপরিদর্শকের ঝুলন্ত মরদেহ উদ্ধার | বাংলাদেশ

ময়মনসিংহে পুলিশ উপপরিদর্শকের ঝুলন্ত মরদেহ উদ্ধার | বাংলাদেশ

<![CDATA[

ময়মনসিংহের ভালুকায় হুমায়ুন কবির (৩৫) নামে পুলিশের এক উপপরিদর্শকের (এসআই) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে ভালুকা মডেল থানা পুলিশ।

বুধবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে ভালুকা মডেল থানার ব্যারাক থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়।

এসআই হুমায়ুনের বাড়ি টাঙ্গাইলের মধুপুরে। তার পরিবারে স্ত্রী এবং এক ছেলে ও এক মেয়ে সন্তান রয়েছে।

খবর পেয়ে ময়মনসিংহ রেঞ্জের অতিরিক্ত ডিআইজি আবিদা সুলতানা ও জেলা পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

আরও পড়ুন: নিজ ঘরে পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ, পাশে মিলল চিরকুট

অতিরিক্ত ডিআইজি আবিদা সুলতানা জানান, ব্যারাকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পুলিশের উপপরিদর্শক (এসআই) হুমায়ুন কবিরের মরদেহটি উদ্ধার করা হয়েছে। তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে থাকতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। 

]]>

সূত্র: সময় টিভি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *