Skip to content

যত্রতত্র মেডিকেল বর্জ্য, হুমকিতে জনস্বাস্থ্য | বাংলাদেশ

যত্রতত্র মেডিকেল বর্জ্য, হুমকিতে জনস্বাস্থ্য | বাংলাদেশ

<![CDATA[

ময়মনসিংহে শতাধিক হাসপাতাল-ডায়াগনস্টিক সেন্টারের মেডিকেল বর্জ্য প্রতিদিন ফেলা হচ্ছে খোলা আকাশের নিচে। এতে হুমকির মুখে পড়ছে পরিবেশ ও জনস্বাস্থ্য। তবে এসব বর্জ্য ব্যবস্থাপনার আধুনিকায়নে এবার বেসরকারি প্রতিষ্ঠানকে দায়িত্ব দিচ্ছে সিটি করপোরেশন।

সংশ্লিষ্টরা জানান, ইতোমধ্যে এক একর জমি নির্ধারণ করা হয়েছে যেখানে দ্রুত স্থাপন করা হবে আধুনিক প্ল্যান্ট। এ বিষয়ে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে বেসরকারি প্রতিষ্ঠান প্রিজম ফাউন্ডেশন।

সরেজমিনে গিয়ে দেখা যায়, ময়মনসিংহ নগরীর চরপাড়া এলাকার সরকারি-বেসরকারি হাসপাতাল থেকে সংগ্রহ করা হয় মেডিকেল বর্জ্য। বিভিন্ন হাসপাতাল-ডায়াগনস্টিক সেন্টার থেকে সংগ্রহ করা এসব বর্জ্য নেয়া হয় নগরীর আকুয়া এলাকার বর্জ্য পরিশোধন কেন্দ্রে। স্বাস্থ্যঝুঁকি থাকা সত্ত্বেও মেডিকেল বর্জ্য সংগ্রহের কাজে নিয়োজিত কর্মীরা ব্যবহার করেন না পর্যাপ্ত সুরক্ষাসামগ্রী। কোনোরকম একটি গ্লোভস পড়েই নেমে পড়েন এই ঝুঁকিপূর্ণ কাজে। মেডিকেল বর্জ্য সংগ্রহের কর্মীরা পর্যাপ্ত সুরক্ষাসামগ্রী না পাওয়া ও নিজেদের অবহেলায় এমনটি করেন বলে স্বীকার করেছেন।

আরও পড়ুন: কৃষিজমিতে ফেলা হচ্ছে শিল্পকারখানার বর্জ্য-দূষিত পানি

সংশ্লিষ্টরা জানায়, প্রতিদিনের সংগ্রহ করা এসব মেডিকেল বর্জ্যের পচনশীল ও শুকনা উপাদানগুলো বাছাই করে আলাদা করা হয়। এখান থেকেই কিছু অংশ প্রক্রিয়াজাত করা ও কিছু অংশ ফেলে দেয়া হয় ব্রহ্মপুত্র পাড়ের খোলা আকাশের নিচে যেখানে নগরীর বিভিন্ন ওয়ার্ড থেকে সংগ্রহ করা সাধারণ বর্জ্য ও মেডিকেল রয়েছে। এভাবে খোলা আকাশের নিচে বর্জ্য স্তূপ করে রাখায় পরিবেশ দূষিত হচ্ছে বলে স্বীকারও করেন সংশ্লিষ্টরা।

প্রিজম ফাউন্ডেশনের সুপারভাইজার এনায়েত কবির বলেন, এ অবস্থায় জনস্বাস্থ্যের কথা বিবেচনা করে আধুনিক বর্জ্য ব্যবস্থাপনার জন্য বেসরকারি প্রতিষ্ঠান প্রিজম ফাউন্ডেশনের সঙ্গে ১৫ বছরমেয়াদি চুক্তি করেছে সিটি করপোরেশন। ইতোমধ্যে নগরীর শম্ভুগঞ্জে এক একর জমিতে প্ল্যান্ট স্থাপনের কাজও শুরু হয়েছে।

আরও পড়ুন: বর্জ্যের ভাগাড়ের দুর্গন্ধে নাকাল রংপুরবাসী

আগামী বছরের মধ্যে প্ল্যান্টটির কাজ শেষ হলেই আধুনিক পদ্ধতিতে বর্জ্য শোধন করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র ইকরামুল হক টিটু।

আগামী বছর চালু হতে যাওয়া আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা প্ল্যান্টটি প্রতিদিন ১৫ টন মেডিকেল বর্জ্য পরিশোধন করতে পারবে বলে জানান সিটি মেয়র।

]]>

সূত্র: সময় টিভি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *