<![CDATA[
যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের শিশু বিভাগে এক নবজাতককে ফেলে পালিয়েছে তার স্বজন।
বৃহস্পতিবার (১৭ নভেম্বর) সকালে এ ঘটনা ঘটলেও সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিষয়টি জানাজানি হয়।
শিশু ওয়ার্ডে ভর্তি রোগীর স্বজনরা জানান, সকাল ১০টার দিকে ৫০ বছর বয়সী এক নারী শিশুটিকে নিয়ে হাসপাতালে আসেন। তিনি ওয়ার্ডের কয়েকজন নারীকে বাচ্চাটি রাখার অনুরোধ করেন। কেউ রাখতে রাজি না হলে তিনি ওই বাচ্চাকে ওয়ার্ডের এক কোণায় রেখে দ্রুত পালিয়ে যান।
পরে বেলা ৩টার দিকে ওই নারী আবারও ওয়ার্ডে আসেন এবং বাচ্চাটির গায়ে একটি কাপড় রেখে ফের চলে যান। এরপর তার কোনো খোঁজ পাওয়া যায়নি। ওয়ার্ডের সেবিকারা বিষয়টি জানার পর দ্রুত বাচ্চাটির চিকিৎসা শুরু করেন।
এ বিষয়ে ওয়ার্ডের সিনিয়র স্টাফ নার্স নিলুফার ইয়াসমিন বলেন, ‘সকালে এক নারী ভর্তি টিকিট ছাড়াই নবজাতককে নিয়ে আসে। টিকিট আনার কথা বললে সে নিচে গিয়ে আর ফেরত আসেনি। বাচ্চাটি অপূর্ণ হওয়ায় তাকে আমরা চিকিৎসা দেয়া শুরু করি। পাশাপাশি বিষয়টি হাসপাতালের তত্ত্বাবধায়ক, আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ও পুলিশকে জানানো হয়েছে।’
আরও পড়ুন: কলেজের পাশে মিলল কাগজে মোড়ানো ফুটফুটে নবজাতক
শিশু ওয়ার্ডের মেডিকেল অফিসার ডা. বাদশা আলম বলেন, ‘শিশুটি অপূর্ণ অবস্থায় জন্মগ্রহণ করেছে। বয়স সাত মাসের বেশি হবে না এবং ওজন মাত্র ৯০০ গ্রাম। এ ধরনের শিশু অসুস্থই থাকে। তবে শিশুটির বর্তমান অবস্থা মোটামুটি ভালো। যেকোনো সময় এ ধরনের শিশু আশঙ্কাজনক অবস্থায় যেতে পারে। সে কারণে শিশুটিকে সার্বক্ষণিক তত্ত্বাবধানে রাখা হয়েছে।
যশোর কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলামকে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও কল রিসিভ না করায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
]]>