Skip to content

যশোর মাতাতে আসছে ‘ভাইজান’ | বাংলাদেশ

যশোর মাতাতে আসছে ‘ভাইজান’ | বাংলাদেশ

<![CDATA[

আসছে ঈদুল আজহায় যশোর মাতাবে ‘ভাইজান’। বলিউডের কোনো সিনেমা নয়, বিশাল আকৃতির এক ষাড়ই ভাইজান নামে পরিচিত যশোরে।

ইতোমধ্যেই আলোচনায় উঠে এসেছে যশোর সদর উপজেলার সীতারামপুর গ্রামের মহিদুল জামান কাজলের খামারে পালন করা দৈত্যাকৃতির এই ষাড়। ১০ ফুট লম্বা ও ৫ ফুট ৮ ইঞ্চি উচ্চতার এ ষাড়ের বর্তমান ওজন দাঁড়িয়েছে এক হাজার ৩৬৫ কেজিতে।  ভাইজানকে নিজের ঘরে নিতে হলে গুনতে হবে ১৮ লাখ টাকা।

 বিশাল আকৃতির এ ষাড় দেখতে প্রতিদিন ভিড় করছেন উৎসুক জনতা। প্রাণিসম্পদ বিভাগ বলছে, এবছর যেসব গরু হৃষ্টপুষ্ট করা হয়েছে তার মধ্যে ‘ভাইজান’ এই এলাকায় সবচেয়ে বড়।

আরও পড়ুন:যশোরে হত্যা মামলায় ছেলে-ভাইকে যাবজ্জীবন

 

চার বছর আগে হলস্টিয়ান ফ্রিজিয়ান জাতের ৬ মাস বয়সী ভাইজানকে ৬৯ হাজার টাকায় কেনেন মহিদুল। এরপর অন্য গরুর সঙ্গে তার লালন পালন শুরু হয়। ধীরে ধীরে সুঠাম দেহের অধিকারী হওয়াতে তার নাম রাখেন ‘ভাইজান’।

বর্তমানে ভাইজানকে দিনে ১০ থেকে ১২ কেজি খাবার দিতে হয়। সপ্তাহে তিনদিন গোসল করানো হয় শ্যাম্পু দিয়ে।

 

মহিদুল জামান কাজল বলেন, পরিবারে আমি সবার বড়। ছোটরা আমাকে ‘ভাইজান’ বলে ডাকে। তাই আদর করে এই ষাড়ের নাম ভাইজান রেখেছি। পরে এটির সাইজ-ওজন বিবেচনায় যশোরের ভাইজান হিসেবে পরিচিতি পেয়েছে।

 

খামারের কর্মী কামরুল ইসলাম বলেন, সন্তানের মতো আদরে পালন করা হচ্ছে ভাইজানকে। আমরা দুইজন সার্বক্ষণিক তার পরিচর্যা করি। দিনে ১০ কেজি দানাদার খাবার খাওয়ানো হয়।

 

স্থানীয় বাসিন্দা আকরাম আলী নামে একজন বলেন, পাশের বাজারেই আমার ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। বড় গরুর খবর পেয়ে দেখতে এসেছি। সেলফি তুলেছি। এত বড় গরুতো আমার পক্ষে কেনা সম্ভব না। তবে দেখে শান্তি পেলাম।

আরও পড়ুন:যশোরে কোরবানির পশুর হাটে হবে ‘ক্যাশলেস’ লেনদেন

 

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রাশেদুল হক বলেন, এবছর যেসব গরু হৃষ্টপুষ্ট করা হয়েছে তার মধ্যে ভাইজান সবচেয়ে বড়। আমি কাজলের খামারে গিয়েছিলাম। হলিস্টিন ফ্রিজিয়ান জাতের এ ষাড়টির লাইভ ওজন ১৩৬৫ কেজি। তার খামারে সম্পূর্ণ অর্গানিক উপায়ে সঠিক পদ্ধতিতে গরু পালন করা হচ্ছে।

 

তিনি আরও বলেন, এ বছর কোরবানী ঈদকে সামনে রেখে জেলার ৯ হাজার ছোট-বড় খামারে ৩৫ হাজার গরু ও ৬০ হাজার ৫শ’ ছাগল লালন পালন করা হয়েছে।

]]>

সূত্র: সময় টিভি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *