<![CDATA[
রাজধানীর যাত্রাবাড়ী মাতুয়াইলে মোটরসাইকেল ধাক্কায় জুম্মন আলী (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন। এই ঘটনায় আকাশ (২৪) ও সুমন (৩৫) নামে আরও দুজন আহত হয়েছেন।
বুধবার (২১ জুন) রাত সাড়ে ৯টার দিকে মাতুয়াইল মাদ্রাসা বাজার এলাকায় একটি ব্রিজের ওপর এই দুর্ঘটনা ঘটে।
ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। আহত দুজনকে জরুরি বিভাগে চিকিৎসা দেয়া হচ্ছে।
আরও পড়ুন: মিরপুরে ছুরিকাঘাতে মোটরসাইকেল চালক নিহত
হাসপাতালে মৃত জুম্মনের বন্ধু মো. রাসেল জানান, তাদের সবার বাসা মাতুয়াইল মাদ্রাসা বাজার এলাকায়। জুম্মন আগে বাস চালক ছিলেন। বর্তমানে বেকার। রাতে তিন জন বন্ধু মিলে মাতুয়াইল মাদ্রাসা বাজার এলাকায় একটি ব্রিজের রেলিংয়ের ওপর বসে আড্ডা দিচ্ছিলেন। এ সময় একটি মোটরসাইকেল তাদের ওপর উঠিয়ে দেয়। এতে তিন জন আহত হয়। পরে তাদেরকে হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসক জুম্মনকে মৃত ঘোষণা করেন।
এই ঘটনায় মোটরসাইকেলর চালকও আহত হয়েছেন বলে জানা গেছে। তবে তার বিষয়ে কিছু জানা যায়নি।
]]>