Skip to content

যুক্তরাজ্যে ৫.৩ বিলিয়ন ডলারের পণ্য রফতানি করলো বাংলাদেশ | বাণিজ্য

যুক্তরাজ্যে ৫.৩ বিলিয়ন ডলারের পণ্য রফতানি করলো বাংলাদেশ | বাণিজ্য

<![CDATA[

২০২২-২০২৩ অর্থবছরে বাংলাদেশ যুক্তরাজ্যে ৫.৩ বিলিয়ন ডলারের পণ্য রফতানি করেছে। সম্প্রতি গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।

বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্য মতে, গেল অর্থবছরে বাংলাদেশে যুক্তরাজ্যে ৫শ কোটি ডলারের সমপরিমাণ পন্য রফতানির মাইলফলক অতিক্রম করেছে।

রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) জানায়, এ অর্জনে অবদান রাখা মূল রফতানি পণ্যগুলো হচ্ছে তৈরি পোশাক, হিমায়িত খাদ্য, তথ্যপ্রযুক্তি প্রকৌশল, চামড়া ও পাটজাত পণ্য এবং বাইসাইকেল। তবে বাংলাদেশ থেকে রফতানি করা পণ্যের প্রায় ৮০ শতাংশই ছিলো নিটওয়্যার ও তৈরি পোশাক।

 

আরও পড়ুন: বাণিজ্য সম্পর্কিত গবেষণা ও প্রযুক্তিগত সহযোগিতার আহ্বান বাণিজ্যমন্ত্রীর 

ইপিবি আরও জানায়, গত বছরের তুলনায় বাংলাদেশের রফতানির পরিমাণ অনেক বেড়েছে। গত বছর ইউরোপের দেশটিতে বাংলাদেশ ৪.৮ বিলিয়ন ডলার সমমূল্যের পণ্য রফতানি করেছিল। আর এক দশক আগে রফতানি করেছিল ২.৭ বিলিয়ন ডলার মূল্যের পণ্য।

অন্যদিকে, আমদানির ক্ষেত্রে যুক্তরাজ্যের সঙ্গে গেল অর্থবছরের মে মাস পর্যন্ত প্রথম ১১ মাসে বাংলাদেশের মোট বাণিজ্যের পরিমাণ ছিল ৩৮০ মিলিয়ন ডলার।

সামগ্রিকভাবে গত বছরের তুলনায় রফতানিতে রেকর্ড ৬.৬৭ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। বর্তমানে ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্রের পর যুক্তরাজ্য বাংলাদেশের তৃতীয় বৃহৎ রফতানি গন্তব্য।

]]>

সূত্র: সময় টিভি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *