Skip to content

যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলে ভয়াবহ বজ্রঝড়, টর্নেডোর সতর্কতা | আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলে ভয়াবহ বজ্রঝড়, টর্নেডোর সতর্কতা | আন্তর্জাতিক

<![CDATA[

যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলে মঙ্গলবার (২৯ নভেম্বর) ভয়াবহ বজ্রঝড় বয়ে গেছে। দেশটির জাতীয় আবহাওয়া সার্ভিস এ কথা জানিয়েছে। একইসঙ্গে সংস্থাটি ভয়ংকর টনের্ডার বিষয়ে সতর্ক করেছে।

আবহওয়া সার্ভিসের এক বিবৃতিতে বলা হয়েছে, নিম্ন থেকে মধ্য মিসিসিপি উপত্যকা, মধ্য-দক্ষিণ ও দক্ষিণ-পূর্বের কিছু অংশে ভয়াবহ বজ্রঝড় শক্তিশালী টনের্ডো এবং বড় বড় শিলাবৃষ্টি ও তীব্র ঝড়ো বাতাস বয়ে যাওয়ার আশংকা রয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, টর্নেডো সতর্কতা বজায় রয়েছে। বিশেষ করে মধ্য মিসিসিপি, উত্তরপূর্ব লুজিয়ানা ও  দক্ষিণ-পশ্চিম আরকানসাসে শক্তিশালী টনের্ডো বয়ে যেতে পারে।

আরও পড়ুন: বিশ্বের সর্ববৃহৎ আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাত, সতর্কতা জারি

এদিকে মার্কিন সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, পূর্ব টেক্সাস ও টেনেসিতেও ভয়াবহ বজ্রঝড় বয়ে গেছে।

টর্নেডো হলো মেঘ ও পৃথিবীপৃষ্ঠের সাথে সংযুক্ত বায়ুস্তম্ভের আকারে সৃষ্ট প্রচণ্ড বেগে ঘূর্ণায়মান ঝড়। টর্নেডোর আকৃতি বিভিন্ন ধরনের হতে পারে, তবে বেশির ভাগ ক্ষেত্রেই এটি দৃশ্যমান ঘনীভূত ফানেল আকৃতির হয়, যার চিকন অংশটি ভূপৃষ্ঠকে স্পর্শ করে এবং এটি প্রায়শই বজ্রমেঘ দ্বারা ঘিরে থাকে।

]]>

সূত্র: সময় টিভি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *