Skip to content

যৌবনের গোপন কথা ফাঁস করলেন অনুপম | বিনোদন

যৌবনের গোপন কথা ফাঁস করলেন অনুপম | বিনোদন

<![CDATA[

ভারতীয় খ্যাতিমান অভিনেতা অনুপম খের। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের যৌবনের কিছু স্মৃতির কথা জানিয়েছেন তিনি। খবর হিন্দুস্তান টাইমস।

স্মৃতির কথা বলতে গিয়ে এ অভিনেতা জানান, দিল্লির ন্যাশন্যাল স্কুল অব ড্রামায় পড়াশোনা করতেন তিনি। সে সময় সহপাঠী হিসেবে পেয়েছিলেন বলিউডেরই জনপ্রিয় অভিনেতা নীনা গুপ্তাকে।

তাকে নিয়ে স্কুলজীবনে অনেক স্মৃতি রয়েছে তার। নীনা প্রসঙ্গে অনুপম বলেন, সে সময় নীনা ভীষণ রকমভাবে ‘ওয়েস্টার্ন’ ছিলেন। হোস্টেলের কমন এলাকায় খোলামেলা পোশাক করে বাসন মাজতেন নীনা, সেই দৃশ্য আজও ভুলতে পারেননি অনুপম খের।

আরও পড়ুন: কন্নড় সিনেমার প্রবীণ পরিচালক এস কে ভগবানের প্রয়াণ

একসঙ্গে অভিনয় শিখতে গিয়ে রয়েছে অনেক মজার অভিজ্ঞতাও। তবে সে সময়ের সবচেয়ে সুখস্মৃতি প্রসঙ্গে অনুপম বলেন, ‘ড্রামা স্কুলে আমাদের এক হোস্টেল ছিল। ছেলেমেয়েরা একই হোস্টেলে থাকত। তখন নীনাও ওই স্কুলে পড়ত। ওকে দেখতে পশ্চিমা মেয়েদের মতো লাগত। সবাই ওর দিকেই তাকিয়ে থাকত।’

অনুপম আরও বলেন, একই স্কুলে পড়লেও নীনা কখনো তাকে ডাকেনি। যদিও গত বছর রুপালি পর্দায় এ আফসোসের অবসান ঘটে অনুপমের।

২০২২ সালে মুক্তি পাওয়া ‘উঁচাই’ সিনেমায় একসঙ্গে প্রথম অভিনয় করেন অনুপম-নীনা। সুরজ বরজাতিয়া পরিচালিত ওই ছবিতে অভিনয় করতে গিয়ে যৌবনের সেই সময়টায় বারবারই হয়তো ফিরে গিয়েছিলেন বর্ষীয়ান এ অভিনেতা।

]]>

সূত্র: সময় টিভি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *