<![CDATA[
অবহেলিত ও প্রতিভাবান খেলোয়াড়দের নিয়ে গঠন করা হয়েছে রংপুর ইয়াং ক্রিকেট ক্লাব। এই ক্লাব থেকে বধির জাতীয় দলের ক্যাম্পে ডাক পেয়েছেন রংপুরের তিন ক্রিকেটার। ক্যাম্পে ভালো করলেই ডাক পাবেন ভারতে আসন্ন ত্রিদেশীয় সিরিজেও।
নিজের জেদকে কাজে লাগিয়ে ২০১৮ সালে সাঈদ বিন সীমান্ত ইয়াং ক্রিকেট ক্লাব প্রতিষ্ঠা করেন। মূলত অবহেলিত ও প্রতিভাবান ক্রিকেটারদের নিয়ে গঠিত হয় এই ক্লাব। ইয়াং ক্রিকেট ক্লাবের মূল উদ্দেশ্য অবহেলিত ও প্রতিভাবান খেলোয়াড়দের খেলার সুযোগ করে দেয়া। আর সেই সুযোগ কাজে লাগিয়ে বধিরদের জাতীয় দলে ডাক পেয়েছেন রংপুরের হাবিব, আরিফুল ও লিংকনরা।
হাবিব, আরিফুল ও লিংকনরা বধির জাতীয় ক্যাম্পে ডাক পাওয়া অনেক খুশি তাদের পরিবার। লিংকনের মা সময় সংবাদকে বলেন, ‘আমার ছেলে জাতীয় দলের ক্যাম্পে ডাক পাওয়ায় আমি অনেক খুশি। আমি দোয়া করি সে বাংলাদেশের হয়ে খেলে অনেক দুর এগিয়ে যাক। এটাই আমার চাওয়া।’
আরও পড়ুন: খুদে ভক্তদের আবদার পূরণ করলেন সাকিব
সাঈদ বিন সীমান্ত বলেন, ‘আমি খুব গর্বিত। কারণ আমার এই ক্ষুদ্র ক্লাব থেকে তারা অনেক বড় পর্যায়ে খেলতে যাচ্ছে। এটা আমার জন্য অনেক বড় পাওয়া। আমাদের এই ক্লাবে ভর্তি হতে কোনো টাকা লাগে না। শুধু জার্সি আর জুতা পরে আসলেই আমরা ভর্তি নিয়ে নেই। তাও যদি না থাকে সেটারও ব্যবস্থা হয়ে যায় এখানে আসলে।’
এর আগে শুক্রবার (০৩ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় জাতীয় দলের ক্যাম্পকে সামনে রেখে রংপুর ইয়াং ক্রিকেট ক্লাবের অনুশীলন ক্যাম্পের উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয় বধির ক্রিকেট দলের হেড কোচ আনিছুল ইসলাম নিপু।
এসময় তিনি বলেন, ‘সীমান্ত অনেক ছোট কিন্তু তার সাহস দেখে আমি অবাক। আমি মনে করি রংপুরের ক্রিকেটের সঙ্গে সংশ্লিষ্ট যারা রয়েছে তার অবহেলিত ও প্রতিভাবান ক্রিকেটারদের দিকে নজর দেবেন।’
আরও পড়ুন: ঢাকা মেয়র কাপে চ্যাম্পিয়ন ৭২ নম্বর ওয়ার্ড
আগামী এপ্রিলে ভারতের কলকাতা পশ্চিমবঙ্গে ২৮ থেকে ৬ মে পযর্ন্ত অনুষ্ঠিত হবে ভারত, বাংলাদেশ ও নেপালের মধ্যে ত্রিদেশীয় সিরিজ। জাতীয় দলের ক্যাম্পে ভালো পারফরম্যান্স করলেই আগামী এপ্রিলে ভারতের মাটিতে ত্রিদেশীয় সিরিজ খেলতে উড়াল দেবেন রংপুরে এই তিন বধির ক্রিকেটার।
]]>