Skip to content

রংপুরে ডেঙ্গু জ্বরে যুবকের মৃত্যু | বাংলাদেশ

রংপুরে ডেঙ্গু জ্বরে যুবকের মৃত্যু | বাংলাদেশ

<![CDATA[

রংপুরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে বুলেট (৩৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (০৪ জুলাই) বেলা ১১টায় রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

বুলেট রংপুর মহানগরীর ‍পুরাতন সদর হাসপাতাল সুইপার কলোনির মানু লালের ছেলে। 
 

বেলা তিনটায় রংপুর সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর কবির বলেন, বুলেট জ্বরে আক্রান্ত হয়ে গত ৩ জুলাই সোমবার ভর্তি হন। আজ বেলা ১১টার দিকে তার মৃত্যু হয়। কিন্তু মেডিকেল কলেজ থেকে এখনও আনুষ্ঠানিক ই-মেইল পাইনি।
 

তিনি আরও বলেন, ডেঙ্গু রোগ প্রতিরোধ ও চিকিৎসার ব্যাপারে ঈদের আগে থেকে রংপুর সিটি করপোরেশন, রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রস্তুতি নেয়া হয়েছে। এ বিষয়ে সচেতনতামূলক বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা করা হয়েছে।
 

আরও পড়ুন: কেন্দ্রীয় কারাগারে কয়েদির মৃত্যু

 

রমেকের উপাধ্যক্ষ ও হাসপাতালের মেডিসিন বিভাগের প্রধান ডা. মাহফুজার রহমান জানান, ডেঙ্গু আক্রান্ত রোগীদের হাসপাতালের মেডিসিন বিভাগের দুটি ইউনিটে চিকিৎসা দেয়া হচ্ছে। সেখানে গতকাল রাত পর্যন্ত ৯ জন রোগী ভর্তি ছিলেন। তাদের মধ্যে একজন রোগী আজ সকাল এগারোটায় মারা যান। আরেকজন সুস্থ হওয়ায় তাকে ছাড়পত্র দেয়া হয়েছে। বর্তমানে সেখানে ৮ জন চিকিৎসাধীন।
 

 

রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালের পরিচালক ডা. মোহাম্মদ ইউনুস আলী ওই রোগীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

]]>

সূত্র: সময় টিভি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *