<![CDATA[
হাতে হাত ধরে একই সঙ্গে দুটি উপলক্ষের যুগলবন্দি। বসন্ত ও ভালোবাসা দিবসের রঙিন উদ্যাপনে মাতোয়ারা পুরো দেশ। প্রিয়জনকে সঙ্গী করে অনেকেই বেরিয়ে পড়ছেন ঘরের বাইরে। রঙে-ঢংয়ে সেজে, নাচে-গানে উৎসবমুখর আয়োজনে বরণ করছেন বসন্ত। ঋদ্ধ হচ্ছেন ভালোবাসা দিবসের উষ্ণতায়।
উৎসবের রং বুঝি এমনই যে, রং এড়িয়ে যাওয়ার সাধ্য নেই কারও! আর উৎসবের উপলক্ষ যদি হয় বসন্ত তবে তো কথাই নেই। সর্বত্রই প্রাণখোলা উচ্ছ্বাস আর আনন্দের জোয়ার। আয়োজন যে খুব বড় তা কিন্তু নয়। তবে মনের আনন্দ এখানে বাঁধভাঙা-বাঁধনহারা।
প্রকৃতির নিয়মে উদাস হাওয়ায় কোকিল কুহু সুরে ডাকলো কি ডাকলো না সেদিকে কান পাতার সময় কই? সময়টা আজ বসন্তের। সময়টা জাতীয় বসন্ত উৎসব উদ্যাপন পরিষদের। হৃদয়ের সবটুকু ভালোবাসা উজাড় করে নাচ-গান আর কবিতার মাধ্যমে ধূসর জীবন রাঙিয়ে দেয়ার আয়োজনে মন্ত্রমুগ্ধ সবাই।
আরও পড়ুন: তবুও প্রিয়তমাকে সগৌরবে হৃদয়ের রানি ঘোষণা
এ তো গেল বসন্ত বরণের আয়োজন। কিন্তু বসন্তের হাতে হাত রেখে একই সঙ্গে দুয়ারে হাজির ভালোবাসা দিবসকে উপেক্ষা করার সাধ্য কার। বরং বাসন্তি ভালোবাসায় ঋদ্ধ হতে প্রিয়জনের হাত ধরে বাইরে বেরিয়ে পড়েন অনেকে। চেনাপথে অজানা গন্তব্যে উদাসীন হেঁটে হেঁটে সময় কাটানোই যেন মহাআনন্দের।
ভালোবাসা কোনো দিনক্ষণ নেই, যায় না সময়ের বেড়াজালে বন্দি করা। তবুও বিশেষ দিনটিতে একটু বিশেষ সময় পাওয়াই বুঝি অনেক বড় অর্জন, অনেক বড় পাওয়া। বাসন্তি ভালোবাসার এই আয়োজন ছড়িয়ে পড়ুক প্রতিটি প্রাণে। শূন্য হৃদয়ও পরিপূর্ণ হোক ভালোবাসায়। ভরে যাক আনন্দে।
]]>