<![CDATA[
গাইবান্ধার পলাশবাড়ীতে রাইস কুকারে ভাত রান্না করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সুফিয়া খাতুন পাখি (৩৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
শনিবার (৫ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার বরিশাল ইউনিয়নের আমলাগাছী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সুফিয়া বেগম স্থানীয় বিএডিসি ও টিসিবি ডিলার ফিরোজ কবির মণ্ডলের স্ত্রী।
আরও পড়ুন: পটুয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে ‘গাছির’ মৃত্যু
মহদীপুর ইউপি সদস্য রাহিদুল ইসলাম বাবু বলেন, সন্ধ্যায় রাইস কুকারে ভাত রান্না করতে যান পাখি। এ সময় বিদ্যুৎস্পৃষ্টে গুরুতর আহত হন। পরে পাখিকে উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
]]>