Skip to content

রাজধানীতে অবৈধ ৬০টি গ্যাস সংযোগ বিচ্ছিন্ন | বাংলাদেশ

রাজধানীতে অবৈধ ৬০টি গ্যাস সংযোগ বিচ্ছিন্ন | বাংলাদেশ

<![CDATA[

রাজধানীতে অবৈধ ও বকেয়া গ্যাস সংযোগের বিরুদ্ধে অভিযান চালিয়ে ৬০টি সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি।

মঙ্গলবার (৯ মে) তিতাস মেট্রো ঢাকা রাজস্ব বিভাগের মহাব্যবস্থাপক মো. রশিদুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় পল্টন, মতিঝিল ও পুরান ঢাকার এসব অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

তিতাস কর্তৃপক্ষ জানিয়েছে, পল্টন, মতিঝিল ও পুরান ঢাকায় বকেয়া আদায় এবং অবৈধ সংযোগের বিরুদ্ধে বিশেষ অভিযানে মোট ৬০টি সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এর মধ্যে বকেয়ার কারণে ৫৩টি ও অবৈধ কার্যকলাপের জন্য সাতটি গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

 

আরও পড়ুন: ইলিশা-১ কূপের দ্বিতীয় স্তরেও মিলেছে গ্যাস

বিল খেলাপি ও অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে তিতাসের এ অভিযান অব্যাহত থাকবে।

]]>

সূত্র: সময় টিভি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *