<![CDATA[
রাজধানীর খিলগাঁও মেরাদিয়ায় বস্তিতে রহিমা আক্তার (১৫) নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে। মায়ের ওপর অভিমান করে গলায় ফাঁস দিয়ে রহিমা আত্মহত্যা করেছে দাবি স্বজনদের।
মঙ্গলবার (২ মে) সন্ধ্যা ৭টার দিকে মেরাদিয়া পোড়াবাড়ি দুতলা মসজিদের পাশে বস্তির টিনসেড একটি বাড়িতে এই ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাত ৯টার দিকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: রাজধানীর পার্কে অজ্ঞাতপরিচয় মরদেহ উদ্ধার
ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত রহিমা ব্রাক্ষণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার হোগলাকান্দা গ্রামের হুমায়ুন কবিরের মেয়ে।
তিনি জানান, রহিমা স্থানীয় একটি কারখানায় চাকুরি করে। তার ছোট ভাই রবিউল মাদ্রাসায় না যাওয়ায় রহিমা তাকে বকাঝকা ও সামান্য মারধর করে। এটি দেখে তাদের মা লাইলি বেগম রহিমাকে বকাঝকা করেন। এতে অভিমান করে ঘরের দরজা বন্ধ করে দেয় রহিমা। দরজা না খুলায় সন্দেহ হয় পরিবারের। পরে জানলা ভেঙে ভিতরে ঢুকে দেখেন, ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লাগিয়ে ঝুলছে সে।
আরও পড়ুন: রাজধানীতে ঝিল থেকে উদ্ধার হওয়া নারীর মরদেহের পরিচয় মিলেছে
ময়নাতদন্তের জন্য মৃতদেহ ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।
]]>