Skip to content

রাজধানীতে ঝিল থেকে উদ্ধার হওয়া নারীর মরদেহের পরিচয় মিলেছে | বাংলাদেশ

রাজধানীতে ঝিল থেকে উদ্ধার হওয়া নারীর মরদেহের পরিচয় মিলেছে | বাংলাদেশ

<![CDATA[

রাজধানীর যাত্রাবাড়ী কাজলারপার ঝিল থেকে উদ্ধার হওয়া নারীর মরদেহের পরিচয় শনাক্ত হয়েছে। তার নাম বিলকিস বেগম (৯০)। মানসিক ভারসাম্যহীন ওই বৃদ্ধা গত ১৩ এপ্রিল সকালে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ছেলের বাসা থেকে নিখোঁজ হয়েছিলেন।

মঙ্গলবার (২ মে) সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ মর্গে মৃতের স্বজনরা তার পরনের পোশাক দেখে তার নাম পরিচয় নিশ্চিত করেন। এরপর যাত্রাবাড়ী থানা পুলিশ তাদের কাছে বৃদ্ধার মরদেহটি হস্তান্তর করে।

 

এর আগে রোববার (৩০ এপ্রিল) দুপুরে কাজলারপার মসজিদ গলির ঝিল থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করে যাত্রাবাড়ী থানা পুলিশ।

 

মৃত বিলকিসের নাতনি ইয়ানুর বেগম জানান, নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ উপজেলার মিজমিজি আব্দুল আলীরপুল এলাকায় মেজ ছেলে আবু তাহেরের বাসায় থাকতেন বিলকিস বেগম। ২ থেকে ৩ বছর ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন তিনি। এর আগে ৪ বার বাসা থেকে একা চলে যেতেন। বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে তাকে বাসায় নিয়ে আসা হতো।

 

আরও পড়ুন: সিলেটে নিখোঁজ জেলের ভাসমান মরদেহ উদ্ধার

 

তিনি জানান, সবশেষ ১৩ এপ্রিল সকাল ৬টার দিকে বাসা থেকে একাই বেরিয়ে যান বিলকিস বেগম। এরপর এলাকাতে খোঁজা হয় তাকে। না পেয়ে পরদিন সিদ্ধিরগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করে পরিবার। পরবর্তীকালে মঙ্গলবার মিডিয়ার খবর দেখে তারা যাত্রাবাড়ী থানায় যান। সেখানে পুলিশের কাছে থাকা মরদেহের ছবিতে তার পরনের জামাকাপড় দেখে নিশ্চিত হন এটি বিলকিস বেগমের মরদেহ।

 

তবে কীভাবে তার মৃত্যু হয়েছে, কিংবা যাত্রাবাড়ীর কাজলারপার এলাকার কীভাবে এসেছিলেন সে বিষয়ে কিছু জানাতে পারেননি তারা।

 

এ বিষয়ে যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মো. মনির হোসেন জানান, মরদেহটি যখন উদ্ধার করা হয় তখন তা পঁচে ফুলে গিয়েছিল। সেজন্য তার চেহারা দেখে চেনার উপায় ছিল না। সেদিন অজ্ঞাতনামা হিসেবে মর্গে রাখা হয়। আজ তার পরিবারের লোকজন মরদেহটির পরিচয় শনাক্ত করতে পেরেছেন। তার পরনের সালোয়ার-কামিজ, গলার তাবিজ দেখে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। সেজন্য মরদেহটি তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

আরও পড়ুন: ঘরে ঝুলছিল বৃদ্ধের মরদেহ

 

তাদের বাড়ি ভোলার চরফ্যাশন উপজেলার ওসমানগঞ্জে। ওই নারীর স্বামীর নাম মৃত সিরাজুল হক। ৩ ছেলে ও ৩ মেয়ের জননী তিনি।

]]>

সূত্র: সময় টিভি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *