<![CDATA[
রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৪২ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
রোববার (২৩ জুলাই) সকাল ৬টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকসহ তাদের গ্রেফতার করা হয়।
ডিএমপি সূত্রে জানা যায়, গ্রেফতারের পাশাপাশি ৫ হাজার ৪৮৪ পিস ইয়াবা, ৯ কেজি ৬০ গ্রাম গাঁজা এবং ৩ গ্রাম ৪৬৮ পুরিয়া হেরোইন জব্দ করা হয়েছে।
আরও পড়ুন: জামালপুরে বুফ্রেনরফিন ইনজেকশনসহ একজন গ্রেফতার
গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৭টি মামলা করা হয়েছে।
]]>