<![CDATA[
রাজধানীর মিরপুরের ভাষানটেক এলাকায় নির্মাণাধীন ভবন থেকে নিচে পড়ে জুলহাস মৃধা (৬৫) নামে এক স্যানিটারি মিস্ত্রীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৯ নভেম্বর) বেলা সাড়ে ৩টার দিকে ভাষানটেকের টোনারটেক এলাকায় এ ঘটনা ঘটে।
মৃত জুলহাসের বাড়ি ঢাকার দোহারে। তিনি টোনারটেক এলাকার একটি মেসে থাকতেন এবং স্যানিটারি মিস্ত্রির কাজ করতেন। তিন মেয়ের জনক ছিলেন জুলহাস।
জুলহাসের সহকর্মী মনির হোসেন জানান, ভাষানটেকের টোনারটেক এলাকায় নির্মাণাধীন দশতলা ভবনের চারতলার বাইরের দিকে সেফটি টিনের উপর দাঁড়িয়ে স্যানিটারি পাইপ লাগানোর কাজ করছিলেন জুলহাস। হঠাৎ টিন ছিঁড়ে নিচে পড়ে গুরুতর আহত হন তিনি। দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে এবং পরে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
আরও পড়ুন : রাজধানীতে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার
মনি বলেন, তবে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
]]>