<![CDATA[
রাজধানীর যাত্রাবাড়ীর দনিয়া কলেজের সামনের রাস্তায় যাত্রীবাহী বাসের চাপায় সিরাজুল ইসলাম মুক্তি (৪৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২০ অক্টোবর) রাত ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে। পরে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত সিরাজুল ইসলামকে হাসপাতালে নিয়ে যাওয়া ওমর ফারুক রিফাত নামে এক পথচারী জানান, যাত্রাবাড়ীর দিক থেকে পুরান ঢাকার দিকে যাচ্ছিলেন ওই ব্যক্তি। হঠাৎ বাসটি তাকে চাপা দেয়।
যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মো. জাহিদুজ্জামান জানান, দনিয়া কলেজের সামনে লাল সবুজ পরিবহনের একটি বাস ওই মোটরসাইকেল চালককে চাপা দেয় বলে জানা গেছে। বাসটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছে।
আরও পড়ুন: বাসচাপায় অটোরিকশা দুমড়েমুচড়ে নিহত ২
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের সঙ্গে থাকা বিভিন্ন কাগজপত্র থেকে তার নাম পাওয়া গেছে। তার বাবার নাম নুর মোহাম্মদ সরদার। তিনি মিরপুর ১২ নম্বর এলাকায় থাকতেন। তবে এখন পর্যন্ত তার কোনো আত্মীয়-স্বজনের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
]]>