Skip to content

রাজধানীর রমনায় ডাকাতির প্রস্তুতির সময় গ্রেফতার ৬ | বাংলাদেশ

রাজধানীর রমনায় ডাকাতির প্রস্তুতির সময় গ্রেফতার ৬ | বাংলাদেশ

<![CDATA[

রাজধানীর রমনা এলাকা থেকে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত দলের ৬ সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা-মতিঝিল বিভাগ।

বুধবার (৩ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রমনা মডেল থানার দি গ্র্যান্ড প্লাজা শপিং মলের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।

 

আরও পড়ুন: অসুস্থ হয়ে কেন্দ্রীয় কারাগারে হাজতির মৃত্যু

ডিএমপির সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ টিমের সহকারী পুলিশ কমিশনার (মতিঝিল বিভাগ) এস.এম. হাসান সিদ্দিকী এ তথ্য নিশ্চিত করেন। গ্রেফতার ব্যক্তিরা হলেন- মো. হারুন, মো. আলাল হোসেন, মো. জয়নাল হাওলাদার, মো. আনিছ, মো. আলম ও মো. রিপন।

এএসপি এস.এম. হাসান সিদ্দিকী জানান, গোপনসূত্রে খবর পাওয়া যায়, কতিপয় দুষ্কৃতিকারী রমনা মডেল থানার দি গ্র্যান্ড প্লাজা শপিং মলের সামনে পাকা রাস্তার ওপর পিকআপযোগে অস্ত্রসহ ডাকাতি করার উদ্দেশে অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় ৬ ডাকাতকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারের সময় তাদের হেফাজতে থাকা ২টি চাকু, ১টি চাপাতি, ২টি লোহার রড ও ডাকাতিতে ব্যবহৃত ১টি পিকআপ জব্দ করা হয়।

 

আরও পড়ুন: বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

তিনি জানান,  প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার ব্যক্তিরা রমনা এলাকায় ডাকাতি করার জন্য সমবেত হয়েছিল বলে স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে রমনা মডেল থানায় সংশ্লিষ্ট আইনে মামলা হয়েছে বলেও জানান গোয়েন্দা পুলিশের এ কর্মকর্তা।

সূত্র: ডিএমপি

]]>

সূত্র: সময় টিভি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *