Skip to content

রাজবাড়ীতে চাঁদসহ বিএনপির ৫ নেতার বিরুদ্ধে মামলা | বাংলাদেশ

রাজবাড়ীতে চাঁদসহ বিএনপির ৫ নেতার বিরুদ্ধে মামলা | বাংলাদেশ

<![CDATA[

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দেয়া রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদসহ বিএনপির পাঁচ নেতার বিরুদ্ধে রাজবাড়ীর আদালতে মানহানির মামলা দায়ের করেছেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ সোহেল রানা টিপু।

বুধবার (২৪ মে) বেলা ১২টার দিকে রাজবাড়ীর ২নং আমলি ম্যাজিস্ট্রেট মো. ইকবাল হোসেনের আদালতে এ মামলাটি দায়ের করা হয়।

বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো. রফিকুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, মানহানি পেনাল কোড ১৮৬০ এর ৫০০/৫০১ ধারায় মামলাটি দায়ের করা হয়। মামলায় আওয়ামী লীগের নেতাকর্মীদের ২০ কোটি টাকার মানহানি হয়েছে বলে দাবি করা হয়েছে।

আরও পড়ুন:  প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি / কিশোরগঞ্জে বিএনপি নেতা চাঁদের বিরুদ্ধে মামলা

মামলায় রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদকে ১নং আসামি করা হয়েছে। মামলার অন্য আসামিরা হলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান, রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু, রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোসাদ্দেক হোসেন বুলবুল, সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট নাদিম মোস্তফাসহ অজ্ঞাত ২০/৩০ জন।

মামলা সূত্রে জানা গেছে, গত ১৯ মে বিকেলে রাজশাহীর পুঠিয়ার শিবপুর উচ্চ বিদ্যালয়ের মাঠে বিএনপির জনসভায় রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক বক্তব্য দেয়ার সময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দিয়ে যে বক্তব্য দেন, তা ওইদিন সন্ধ্যা ৭টার দিকে রাজবাড়ী জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ সোহেল রানা টিপু বিভিন্ন গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগমাধ্যমে দেখতে পেয়ে মর্মাহত ও অপমানিত হন। এ বক্তব্যে রাজবাড়ীর অসংখ্য আওয়ামী লীগ নেতাকর্মীর মধ্যে আতঙ্কের সৃষ্টি হয় এবং তারা অপমান বোধ করেন। ওই বক্তব্যের পর থেকে আওয়ামী লীগের প্রত্যেক নেতাকর্মী আতঙ্কে দিন কাটাচ্ছেন। এ বক্তব্যে বাংলাদেশে বড় ধরনের অরাজকতা সৃষ্টিসহ নাশকতামূলক কর্মকাণ্ড ঘটতে পারে। তাছাড়া বিভিন্ন মাধ্যমে বিএনপি নেতার বক্তব্য প্রচার হওয়ায় মানহানি হয়েছে। মানহানির ঘটনায় ২০ কোটি টাকা উল্লেখ করা হয়েছে।

মামলার সাক্ষী হিসেবে চারজনের নাম উল্লেখ করা হয়েছে। তারা হলেন- জেলা আওয়ামী লীগের সদস্য অধ্যাপক নজরুল ইসলাম খান, হারুনর রশীদ মানিক, বি এম এহতেশাম ও কালুখালী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এনায়েত শেখ।

এ ব্যাপারে মামলার বাদী শেখ সোহেল রানা টিপু বলেন, প্রধানমন্ত্রীকে হত্যা করতে বিএনপির যে নীলনকশা রয়েছে তা ফাঁস হয়ে গেছে। এজন্য আমরা আইনের দারস্থ হয়ে বিচার চেয়েছি। আশা করি আদালতে সুষ্ঠু বিচার পাব।

]]>

সূত্র: সময় টিভি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *