<![CDATA[
রাজবাড়ীতে পুলিশের ওপর হামলা ও নাশকতার অভিযোগে বিএনপির ৪১ নেতাকর্মীর নামসহ অজ্ঞাত আরও ১২০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।
শনিবার (২০ মে) রাতে রাজবাড়ী সদর থানা পুলিশ মামলাটি দায়ের করে।
আরও পড়ুন: রাজবাড়ীতে পুলিশের সঙ্গে বিএনপির সংঘর্ষ, আটক ২৫
গত ( ২০ মে) সকাল সাড়ে ১১ টার দিকে সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম সজ্জনকান্দা এলাকার বাসভবন থেকে একটি শোভাযাত্রা বের করে। এ সময় শোভাযাত্রাটি রাজবাড়ী সরকারি আদর্শ মহিলা কলেজের সামনে বকুলতলায় এলে ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা তাদের বাধা দিলে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। পরে ঘটনাস্থলে পুলিশ আসলে বিএনপি নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে।
এ ঘটনায় ১৭ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানায় পুলিশ।
]]>