Skip to content

রাশিয়াকে সমর্থনকারী দেশগুলোকে দেখে নেয়ার হুমকি ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রীর | আন্তর্জাতিক

রাশিয়াকে সমর্থনকারী দেশগুলোকে দেখে নেয়ার হুমকি ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রীর | আন্তর্জাতিক

<![CDATA[

রাশিয়া-ইউক্রেন সংকটে যারা মস্কোকে সমর্থন করেছে এবং যেসব দেশ ইউক্রেনের সঙ্গে দুর্ব্যবহার করেছে তাদের দেখা নেয়া হবে। এমন হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রি কুলেবা।

শুক্রবার (১৭ মার্চ) বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে কুলেবা এ হুঁশিয়ারি দেন। খবর রুশ সংবাদমাধ্যম আরটির।

কুলেবা বলেছেন, ‘ভবিষ্যতে সম্পর্ক গঠনের ক্ষেত্রে ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের ক্ষেত্রে কোন কোন দেশ কোন পথ বাছাই করেছিল তা আমলে নেয়া হবে।’ ইউক্রেনের প্রতি ‘দুর্ব্যবহারকারী’ দেশগুলোকে সতর্ক করে দিয়ে কুলেবা বলেন, ‘যেসব দেশ ইউক্রেনের সঙ্গে এ সময়ে দুর্ব্যবহার করেছে তাদের চড়া মূল্য পরিশোধ করতে হবে।’ 

কুলেবা বিবিসিকে বলেছেন, ‘বিশ্বের কেউ যদি মনে করে যে, কোনো একটি দেশ বর্তমানে ইউক্রেনের সঙ্গে যেভাবে আচরণ করেছে ভবিষ্যত সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে তা বিবেচনা করা হবে না তবে এ ধরনের লোকেরা ঠিক জানে না কূটনীতি কীভাবে কাজ করে।’  

আরও পড়ুন: পুতিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাকে ‘টয়লেট টিস্যুর’ সঙ্গে তুলনা মেদভেদেভের

সাক্ষাৎকারে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী পশ্চিমা মিত্রদের প্রতিও ক্ষোভ প্রকাশ করেন। তিনি অভিযোগ করেন, পশ্চিমারা যথেষ্ট অস্ত্র সরবরাহ করছে না। তিনি বলেন, ‘যেদিন পশ্চিমা মিত্ররা আমাদের অস্ত্র সরবরাহ করে না সেদিন রণক্ষেত্রে আমাদের সেনারা মরতে থাকে।’

রাশিয়া দিমিত্রি কুলেবার মন্তব্যের প্রতিক্রিয়ায় জানিয়ে বলেছে, তিনি এখন যা বলেছেন তা এরই মধ্যে ইউক্রেনীয়রা বুঝতে পেরেছেন। তাই তারা ইউক্রেন তো বটেই ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকেও পালিয়ে যাচ্ছে।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা এক টেলিগ্রাম পোস্টে লিখেছেন, ‘কুলেবা বিশ্ব সম্প্রদায়কে ভীতি প্রদর্শনের চেষ্টার পাশাপাশি নিজ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে বিদেশে রাষ্ট্রদূত পর্যায়ে কিয়েভের প্রতিনিধিত্ব করতে পারে এমন কাউকে খুঁজছেন-এমন বিজ্ঞাপনও প্রকাশ করেছেন।’ জাখারোভা লিখেছেন, ‘যদিও এই কাজের জন্য বৈদেশিক মুদ্রায় বেতন দেয়া হবে তারপরও মনে হচ্ছে কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না।’ 

]]>

সূত্র: সময় টিভি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *