<![CDATA[
ইউক্রেনে আগ্রাসনকে কেন্দ্র করে রাশিয়ার ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে জাপান। রাশিয়ার সামরিক খাতের পাশাপাশি নির্মাণ ও প্রকৌশল খাতকেও নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে।
বার্তাসংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার (২৬ মে) এ নিষেধাজ্ঞা আরোপ করে জাপান।
জাপান সরকারের শীর্ষ মুখপাত্র হিরোকাজু মাতসুনো বলেন, রাশিয়ার ব্যক্তি ও গোষ্ঠীর সম্পদ জব্দ করা, সামরিক-সম্পর্কিত সংস্থাগুলোতে পণ্য রফতানির ওপর নিষেধাজ্ঞাসহ রাশিয়ায় নির্মাণ ও প্রকৌশল পরিষেবা রফতানির ওপর জাপানি নতুন নিষেধাজ্ঞা আরোপ করা রয়েছে।
আরও পড়ুন: ইউক্রেনের হাসপাতালে রাশিয়ার রকেট হামলা, নিহত ২
জাপান সরকার জানায়, উচ্চ-পর্যায়ের সামরিক কর্মকর্তাসহ ১৭ ব্যক্তি ও ৭৮টি গোষ্ঠীর সম্পদ জব্দ এবং রুশ মোবাইল ফোন অপারেটর মেগাফোনসহ ৮০টি সংস্থা রফতানি নিষেধাজ্ঞার আওতায় রয়েছে।
গত সপ্তাহে জাপানের হিরোশিমায় আয়োজিত জি-৭ শীর্ষ সম্মেলনের পর টোকিও’র সর্বশেষ নিষেধাজ্ঞা আরোপিত হয়। ব্লকের নেতারা রাশিয়ার যুদ্ধ যন্ত্রকে দুর্বল করার লক্ষে প্রযুক্তি, শিল্প সরঞ্জাম ও পরিষেবার ওপর নিষেধাজ্ঞা আরোপের ব্যপারে সম্মত হন।
আরও পড়ুন: ইউক্রেন যুদ্ধ এক দশক স্থায়ী হওয়ার আশঙ্কা এবার মস্কোর
গত বছরের ফেব্রুয়ারিতে ইউক্রেনে সেনা অভিযানের পর রাশিয়ার ওপর একের পর এক নিষেধাজ্ঞা আরোপ করা হয়। কিয়েভ ও তার মিত্ররা মস্কোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার আহ্বান জানান।
]]>