Skip to content

রাশিয়ার সঙ্গে চেচেন বাহিনীর চুক্তি সই | আন্তর্জাতিক

রাশিয়ার সঙ্গে চেচেন বাহিনীর চুক্তি সই | আন্তর্জাতিক

<![CDATA[

রাশিয়ার সঙ্গে একটি চুক্তি (কনট্র্যাক্ট) স্বাক্ষর করেছে চেচনিয়ার নেতা রমজান কাদিরভ নেতৃত্বাধীন চেচেন বাহিনী। সোমবার (১২ জুন) রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় ও চেচেন নেতাদের মধ্যে ওই চুক্তি স্বাক্ষরিত হয়।

ইউক্রেনে মস্কোর পক্ষে লড়াইরত ভাড়াটে বাহিনীগুলোকে নিয়ন্ত্রণ করার লক্ষ্যে রাশিয়ার নতুন একটি আইনের অংশ হিসেবে এই চুক্তি স্বাক্ষরিত হলো। তবে ভাড়াটে বাহিনী ওয়াগনার গোষ্ঠী এই চুক্তিতে স্বাক্ষর করেনি। গোষ্ঠীর নেতা ইয়েভজেনি প্রিগোজিন স্বাক্ষর করতে অস্বীকৃতি জানিয়েছেন।

 

রাশিয়ার চেচনিয়া অঞ্চলের নেতা রমজান কাদিরভ। গত বছরের ফেব্রুয়ারি ইউক্রেন অভিযান শুরু হওয়ার পর তার নেতৃত্বে প্রায় ১০ হাজার চেচেন সেনা অভিযানে অংশ নেয়। গোষ্ঠীটি পূর্ব ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলের মারিঙ্কা শহরের কাছে রুশ বাহিনীর পাশাপাশি ইউক্রেনীয় বাহিনীর বিরুদ্ধে লড়ছে।

 

একইভাবে ইউক্রেনের দোনেৎস্কের উত্তরে কৌশলগত গুরুত্বপূর্ণ শহর বাখমুতে লড়ছিল ইয়েভজেনি প্রিগোজিন নেতৃত্বাধীন ওয়াগনার গ্রুপ। তবে রুশ কর্তৃপক্ষের সঙ্গে দ্বন্দ্বের কারণে গত মাসের শেষের দিকে বাখমুত থেকে যোদ্ধাদের সরিয়ে নেয়ার ঘোষণা দেন প্রিগোজিন। এরপর ১ জুন রুশ বাহিনীর কাছে বাখমুতের দায়িত্ব হস্তান্তর করেন।

 

আরও পড়ুন: ইউক্রেনের ৭ লেপার্ড ট্যাংক ধ্বংসের দাবি রাশিয়ার

 

মস্কোর পক্ষে লড়াইরত ভাড়াটে বাহিনীগুলোর নিয়ন্ত্রণে সম্প্রতি রাশিয়া একটি আইন করেছে। গত চলতি সপ্তাহে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, সব ‘স্বেচ্ছাসেবক সেনাদল’কে চলতি মাস শেষ হওয়ার আগেই রুশ সরকারের সঙ্গে একটি চুক্তির আওতায় আসতে হবে।

 

বিবৃতিতে আরও বলা হয়, এর মাধ্যমে স্বতন্ত্রভাবে যুদ্ধ করা গোষ্ঠীগুলোর ওপর নিয়ন্ত্রণ রাখবেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু। এমন পদক্ষেপের মাধ্যমে যুদ্ধে রুশ সেনাদের কার্যকারিতা বাড়বে বলে মনে করছে মন্ত্রণালয়।

 

‘স্বেচ্ছাসেবকরা’ নিয়মিত সেনাদের মতো সুযোগ সুবিধা পাবে বলে জানিয়েছে মস্কো সরকার। যুদ্ধে আহত হলে কিংবা প্রাণ হারালে যোদ্ধা ও তাদের পরিবারদের সহযোগিতা করবে মন্ত্রণালয়।

 

আরও পড়ুন: পাল্টা আক্রমণ চালিয়ে দোনেৎস্কের তিন গ্রাম পুনর্দখলের দাবি ইউক্রেনের

 

এ চুক্তি প্রত্যাখ্যান করেছে ইয়েভজেনি প্রিগোজিনের ওয়াগনার গ্রুপ। রোববার (১১ জুন) রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগুর সমালোচনা করে প্রিগোজিন বলেছেন, ‘সামরিক বাহিনী সঠিকভাবে পরিচালনা করতে পারেন না শোইগু।’ ওয়াগনারের প্রত্যাখ্যানের একদিন পরই চুক্তিতে স্বাক্ষর করে চেনেন বাহিনী।

 

চুক্তি স্বাক্ষরের পর বাহিনীর কমান্ডার আপতি আলাউদিনভ বলেন, ‘আমি মনে করি, এটা খুবই ভাল একটি বিষয়।’ তিনি আরও বলেন, তার বাহিনীর যোদ্ধারা প্রস্তুত রয়েছে এবং তিনি কয়েক হাজার যোদ্ধা অভিযানে পাঠাবেন।    

 

 

]]>

সূত্র: সময় টিভি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *