Skip to content

রাস্তায় নিম্নমানের খোয়া ব্যবহার, কাজ বন্ধ করল এলাকাবাসী | বাংলাদেশ

রাস্তায় নিম্নমানের খোয়া ব্যবহার, কাজ বন্ধ করল এলাকাবাসী | বাংলাদেশ

<![CDATA[

রংপুরের কাউনিয়া উপজেলায় রাস্তা সংস্কার ও সম্প্রসারণ কাজে নিম্নমানের ইটের খোয়া ব্যবহারের অভিযোগে নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছে স্থানীয়রা।

শনিবার (৩ জুন) বিকেলে উপজেলার খানসামা জামতলা বাজার এলাকায় স্থানীয় লোকজন নিম্নমানের খোয়া দেখে রাস্তার কাজ বন্ধ করে দেন। স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের উপজেলা প্রকৌশলী আসাদুজ্জামান জেমি এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের আওতায় ৮ কোটি ৬৪ লাখ টাকা ব্যয়ে উপজেলার মীরবাগ থেকে হারাগাছ বাংলাবাজার বাঁধের পাড় পর্যন্ত ৬ দশমিক ৬৩২ কিলোমিটার রাস্তা সম্প্রসারণ ও সংস্কারের দায়িত্ব দেয়া হয় শাম্মি বিল্ডার্স নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে। ঠিকাদারি প্রতিষ্ঠানটি নির্মাণকাজে উল্লিখিত ১ নম্বর ইটের খোয়ারস্থলে ৩ নম্বর ও নিম্নমানের খোয়া রাস্তা ব্যবহার করছে। বিষয়টি দেখে ক্ষুব্ধ জনগণ কাজ বন্ধ করে দেন।

খবর পেয়ে ঘটনাস্থলে যান উপজেলা প্রকৌশলী। পরে তার উপস্থিতিতে স্থানীয় লোকজনের প্রতিবাদের মুখে রাস্তা থেকে নিম্নমানের খোয়া সরিয়ে নেয়ার প্রতিশ্রুতি দেন ঠিকাদারের প্রতিনিধিরা।

আরও পড়ুন:   শেখ হাসিনা মেডিকেল কলেজ / প্রকল্পের মেয়াদ বাড়লেও ৭ বছরে শেষ হয়নি নির্মাণকাজ

জামতলা গ্রামের বাসিন্দা মোহাম্মদ আলী ও সাদিকুল ইসলাম বলেন, দীর্ঘ একযুগ পর এ রাস্তা সংস্কার করা হচ্ছে। তবে নিম্নমানের ইট দিয়ে রাস্তা নির্মাণ করা হচ্ছে। রাস্তাটি বেশিদিন স্থায়ী হবে না। আমরা এলাকাবাসী সকালে এসে দেখি ঠিকাদারের লোকজন নিম্নমানের খোয়া ফেলছে। পরে প্রতিবাদ করি। আমরা এলাকাবাসী নিম্নমানের কাজে বাধা দিলে ঠিকাদারের লোকজন আমাদের দেখে নেয়ার হুমকি দেয়।

স্থানীয় বাসিন্দা শফিকুল ইসলাম বলেন, পুরাতন রাস্তার কার্পেটিং ও রাস্তার খোয়া আলগা করে তা মিশিয়ে ব্যবহার করা হচ্ছে যা রাস্তার জন্য ক্ষতি। রাস্তা সম্প্রসারণের কিছু কিছু স্থানে ঠিকভাবে খনন এবং রোলার করা হয়নি। এতে করে রাস্তার ওইসব স্থান দেবে যাবে।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের উপজেলা প্রকৌশলী আসাদুজ্জামান জেমি বলেন, মীরবাগ-হারাগাছ রাস্তায় নিম্নমানের ইটের খোয়া ব্যবহারের করা হচ্ছে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সত্যতা পাই। ঠিকাদারের ম্যানেজারকে রাস্তা থেকে নিম্নমানের খোয়া এবং ইট সরানোর জন্য বলা হয়েছে।

]]>

সূত্র: সময় টিভি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *