Skip to content

রুশ গুপ্তচর সন্দেহে যুক্তরাজ্যে গ্রেফতার ৩ | আন্তর্জাতিক

রুশ গুপ্তচর সন্দেহে যুক্তরাজ্যে গ্রেফতার ৩ | আন্তর্জাতিক

<![CDATA[

যুক্তরাজ্যে রাশিয়ার হয়ে গুপ্তচরবৃত্তিতে জড়িত সন্দেহে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। যুক্তরাজ্যের নিরাপত্তা সংশ্লিষ্ট এক গুরুত্বপূর্ণ তদন্তে তাদেরকে অভিযুক্ত করা হয়েছে। খবর বিবিসির।

প্রতিবেদনে বলা হয়েছে, গ্রেফতার হওয়া তিনজন বুলগেরিয়ার নাগরিক। লন্ডনের মেট্রোপলিটন পুলিশের সন্ত্রাসবিরোধী গোয়েন্দাদারা তাদেরকে রাষ্ট্রীয় গোপনীয়তা আইনের অধীনে ফেব্রুয়ারিতে গ্রেফতার করে। তখন থেকেই তারা পুলিশ কাস্টডিতে আছে।

 

গ্রেফতার তিন বুলগেরিয়ান নাগরিক রাশিয়ার গোয়েন্দা সংস্থার হয়ে কাজ করছিল বলে অভিযোগ রয়েছে।

 

আরও পড়ুন: ইংলিশ চ্যানেলে নৌকা ডুবে ৬ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু

 

ভুয়া নথিপত্র রাখার অভিযোগ আনা হয়েছে তাদের বিরুদ্ধে। এর মধ্যে আছে যুক্তরাজ্য, বুলগেরিয়া, ফ্রান্স, ইতালি, স্পেন, ক্রোয়েশিয়া, স্লোভেনিয়া, গ্রিস এবং চেক রিপাবলিকের জন্য পাসপোর্ট, পরিচয়পত্র ও অন্যান্য নথি।

 

গ্রেফতারকৃত তিনজন অনেক বছর ধরে যুক্তরাজ্যে বাস করে আসছে। তারা বিভিন্ন চাকরি করাসহ লন্ডন শহরতলির বিভিন্ন বাসায় থেকেছেন। আগামী জানুয়ারিতে লন্ডনের ওল্ড বেইলিতে তিনজনের বিচার হওয়ার কথা রয়েছে।
 

]]>

সূত্র: সময় টিভি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *