Skip to content

রুশ সেনাদের ইউক্রেন ছাড়ার আহ্বান জাতিসংঘের | আন্তর্জাতিক

রুশ সেনাদের ইউক্রেন ছাড়ার আহ্বান জাতিসংঘের | আন্তর্জাতিক

<![CDATA[

ইউক্রেনে রাশিয়ার অভিযান বন্ধে আবারও জাতিসংঘে প্রস্তাব পাস হয়েছে। এতে ইউক্রেন থেকে এখনই সেনা প্রত্যাহার করে হামলা বন্ধের আহ্বান জানিয়েছে বিশ্বের বেশিরভাগ দেশ।

ইউক্রেনে রাশিয়ার অভিযানের প্রথম বার্ষিকীতে বুধবার (২২ ফেব্রুয়ারি) জাতিসংঘে বিশেষ অধিবেশন বসে। অধিবেশনের দ্বিতীয় দিন বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) রুশ অভিযানের নিন্দা জানিয়ে একটি প্রস্তাব পাস হয়। একইসঙ্গে ইউক্রেন থেকে সেনা প্রত্যাহারে রাশিয়াকে আহ্বান জানানো হয়।

জাতিসংঘ সনদের নীতির অন্তর্নিহিত তাৎপর্য অনুযায়ী ইউক্রেনে একটি ন্যায্য ও দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠা শীর্ষক রেজুল্যুশনটি পাস হয় চলতি সাধারণ পরিষদের ১১তম বিশেষ অধিবেশনে। এতে ভোটাভুটিতে জাতিসংঘের ১৯৩ সদস্যের মধ্যে ১৪১ সদস্যের সমর্থন পায় কিয়েভ।অন্যদিকে বেলারুশ, সিরিয়িাসহ প্রস্তাবের বিরোধিতা করে সাত সদস্য রাষ্ট্র। এছাড়া বাংলাদেশ, ভারত ও চীনসহ ৩২টি সদস্য রাষ্ট্র ভোটদান থেকে বিরত ছিল

আরও পড়ুন: যুদ্ধে হারলে রাশিয়া ‘টুকরো টুকরো হয়ে যাবে’

দুই দেশের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর এখন পর্যন্ত ছয়টি বড় প্রস্তাব পাশ হয়েছে। বৃহস্পতিবার পাশ হওয়া প্রস্তাবটিকে নন-বাইডিং রেজুল্যুশন বলা হচ্ছে। এর অর্থ, এটি মানার ক্ষেত্রে কোনো দেশের ওপর আইনগত বাধ্যবাধকতা নেই।

এদিকে ইউক্রেনে রুশ হামলা বিশ্ব বিবেকের প্রতি অবমাননাকর বলে মন্তব্য করেছেন জাতিসংঘ মহাসচিব। যুদ্ধের বর্ষপূর্তি উপলক্ষে বুধবার (২২ ফেব্রুয়ারি) সাধারণ পরিষদের বৈঠকে তিনি আরও বলেন, আঞ্চলিক অস্থিতিশীলতাকে রীতিমতো উসকে দিয়েছে মস্কো। এসময় যুক্তরাষ্ট্রের সঙ্গে রুশ প্রেসিডেন্টের পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি স্থগিতের কড়া সমালোচনা করেন গুতেরেস।
 

 

]]>

সূত্র: সময় টিভি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *