<![CDATA[
ভারতের জনপ্রিয় এফএম রেডিও স্টেশন রেডিও মিরচি। এই জনপ্রিয় অনুষ্ঠান ‘সানডে সাসপেন্স’। ২০০৯ সাল থেকে শ্রোতাদের মনে দাগ কেটে চলেছে অনুষ্ঠানটি। এবার এ প্ল্যাটফর্মে কণ্ঠাভিনয় করলেন বাংলাদেশের রাফিয়াত রশিদ মিথিলা। শমীতা দাশগুপ্তর লেখা ‘মৌমাছির শোক’ নাটকে কণ্ঠাভিনয় করেছেন তিনি। নাটকটি প্রচার হবে আজ রোববার রাত ১টায়।
পর্দায় নিয়মিত কাজ করলেও এবারই প্রথম রেডিও নাটকে অভিনয় করলেন মিথিলা। এ প্রসঙ্গে গণমাধ্যমকে অভিনেত্রী বলেন, ‘এর আগে রেডিওতে হোস্ট হিসেবে কাজ করলেও নাটকে এবারই প্রথম। সিনেমার ডাবিং করতে গেলে গলার স্বর আর অভিব্যক্তি দিয়ে পুরো অভিনয়টা করতে হয়। রেডিও নাটকে কাজ করার সময় সেই অভিজ্ঞতা কাজে লাগিয়েছি। নতুন এক অভিজ্ঞতা হলো আমার। চ্যালেঞ্জ থাকলেও কাজটি উপভোগ করেছি। ভবিষ্যতে এ রকম কাজ আরও করতে চাই।’
আরও পড়ুনঃ শুভশ্রীকে শুভেচ্ছায় ভাসালেন মিমি
মৌমাছির শোক নাটকে নিজের চরিত্র নিয়ে মিথিলা বলেন, ‘গল্পটা তিনজন নারীকে ঘিরে। আমি অভিবাসী এক নারীর চরিত্রে কাজ করেছি, তার নাম রোকসানা।’
কলকাতায় মুক্তির অপেক্ষায় রয়েছে তার অভিনীত ‘মায়া’ ও ‘নীতিশাস্ত্র’ সিনেমা দুটি। দেশে আছে ‘কাজল রেখা’, ‘জলে জ্বলে তারা’ ও ওটিটির ওয়েব সিরিজ ‘মাইসেলফ অ্যালেন স্বপন’। এ ছাড়া সম্প্রতি শেষ করেছেন শিশুতোষ সিনেমা ‘নুলিয়াছড়ির সোনার পাহাড়’-এর কাজ।
সূত্র: হিন্দুস্তান টাইমস
]]>