<![CDATA[
দুই মাস আগে আল নাসরে যোগ দিয়ে ২টি হ্যাটট্রিক করে ফেলেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। এরমধ্যে এক ম্যাচেই তিনি ৪ গোল করেছিলেন। সবশেষ হ্যাটট্রিক করলেন দামাকের বিপক্ষে। এ নিয়ে ক্যারিয়ারে কয়টি হ্যাটট্রিক হলো তার?
দামাকের বিপক্ষে রোনালদোর হ্যাটট্রিকটি তার ক্লাব ক্যারিয়ারে ৬২তম। এর আগে আরও ৬১ ম্যাচে তিন বা তার বেশি গোল করেছেন পর্তুগিজ তারকা। ৩০ বছর পূর্ণ হওয়ার আগে ক্লাব ক্যারিয়ারে ৩০ হ্যাটট্রিক করা রোনালদো পরের আট বছরে করেছেন আরও ৩২টি হ্যাটট্রিক। সব মিলিয়ে দামাকের বিপক্ষে হ্যাটট্রিকটি তার ক্যারিয়ারের ৭২তম। পর্তুগালের হয়ে রোনালদো করেছেন ১০টি হ্যাটট্রিক।
আরও পড়ুন: স্ক্যালোনির সঙ্গে নতুন চুক্তি প্যারিসে!
রোনালদো ক্যারিয়ারের প্রথম হ্যাটট্রিক করেন ম্যানচেস্টার ইউনাইটেডে খেলার সময়। ২০০৮ সালে নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে প্রথম হ্যাটট্রিকের স্বাদ পান। ক্লাবের হয়ে তার সর্বশেষ হ্যাটট্রিকটি হলো সৌদি আরবে। দামাকের বিপক্ষে তিনটি গোলই ম্যাচের প্রথমার্ধে করেন এই পর্তুগিজ। ম্যাচের ১৮ মিনিটে পেনাল্টি পায় আল নাসর। স্পটকিক থেকে দলকে এগিয়ে দেন রোনালদো। এরপর ম্যাচের ২৩ ও ২৭ মিনিটে আরও দুই গোল করেন ৩৮ বছর বয়সী পর্তুগিজ মহাতারকা।
আরও পড়ুন: অর্ধযুগের শিরোপাখরা ঘুচাতে নিউক্যাসলের মুখোমুখি ম্যান ইউনাইটেড
মাত্র ৯ মিনিটে হ্যাটট্রিক পূরণ করে দলকে প্রথমার্ধেই ৩ গোলের লিড এনে দেন। দ্বিতীয়ার্ধে অবশ্য আর গোলের দেখা পাননি রোনালদো। দলও বাড়াতে পারেনি জয়ের ব্যবধান। শেষ পর্যন্ত ৩-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে আল নাসর।
]]>