<![CDATA[
সৌদি লিগের দল আল নাসরে যোগ দেওয়ার পর প্রথম দিকে গোলখরায় ভোগা ক্রিস্টিয়ানো রোনালদোকে নিয়ে সমালোচনা শুরু হয়ে গিয়েছিল বেশ জোরেশোরে। তবে নিজের সেরা ফর্মে ফিরতে খুব একটা সময় নেননি পর্তুগিজ মহাতারকা। সবশেষ তিন ম্যাচে দ্বিতীয়বারের মতো হ্যাটট্রিকের দেখা পেলেন ৩৮ বছর বয়সী রোনালদো।
শনিবার (২৫ ফেব্রুয়ারি) সৌদি প্রো লিগের খেলায় ক্রিস্টিয়ানো রোনালদোর হ্যাটট্রিকে দামাককে ৩-০ গোলে হারিয়েছে আল নাসর। তিনটি গোলই ম্যাচের প্রথমার্ধে করেন এই পর্তুগিজ।
দামাকের মাঠে এদিন ম্যাচের ১৮ মিনিটে পেনাল্টি পায় আল নাসর। স্পটকিক থেকে দলকে এগিয়ে দেন রোনালদো। এরপর ম্যাচের ২৩ ও ২৭ মিনিটে আরও দুই গোল করেন ৩৮ বছর বয়সী পর্তুগিজ মহাতারকা। মাত্র ৯ মিনিটে হ্যাটট্রিক পূরণ করে দলকে প্রথমার্ধেই ৩ গোলের লিড এনে দেন। দ্বিতীয়ার্ধে অবশ্য আর গোলের দেখা পাননি রোনালদো। দলও বাড়াতে পারেনি জয়ের ব্যবধান। শেষ পর্যন্ত ৩-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে আল নাসর।
আরও পড়ুন:সৌদি প্রো লিগে রোনালদোর দ্বিতীয় হ্যাটট্রিক
সবশেষ তিন ম্যাচে এটি রোনালদোর দ্বিতীয় হ্যাটট্রিক। এক ম্যাচ আগেই আল ওয়াহেদার বিপক্ষে ৪ গোল করেছিলেন তিনি। শেষ তিন ম্যাচে আল নাসরের করা প্রতিটি গোলেই অবদান রেখেছেন পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী এই তারকা। এ সময় সাত গোল করার পাশাপাশি দুটি গোলে সহায়তাও করেছেন।
কিছুদিন আগেও রোনালদোকে নিয়ে হয়েছিল ব্যাপক সমালোচনা। আল-ইত্তিহাদের বিপক্ষে হেরে আল-নাসর সুপার কাপ থেকে বিদায় নিলে, অনেকে আঙ্গুল তোলেন পর্তুগিজ তারকার দিকে। তবে ৩৮ বছরে পা রাখলেও যে এ স্ট্রাইকার এখনো ফুরিয়ে যাননি, সেটা সময়ের পরিক্রমায় প্রমাণ করে চলেছেন তিনি।
দামাকের বিপক্ষে হ্যাটট্রিকটি রোনালদোর ক্যারিয়ারের ৬২তম হ্যাটট্রিক। ৩০ বছর পূর্ণ হওয়ার আগে ৩০ হ্যাটট্রিক করা রোনালদো পরের আট বছরে করেছেন আরও ৩২টি হ্যাটট্রিক।
এই জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান অক্ষুণ্ণ থাকল আল নাসরের। ১৮ ম্যাচে রোনালদোর দলের সংগ্রহ ৪৩ পয়েন্ট। দ্বিতীয় স্থানে থাকা আল ইত্তিহাদ সমান ম্যাচে সংগ্রহ করেছে ৪১ পয়েন্ট।
]]>