Skip to content

রোনালদো আরও দুই কিংবা তিন বছর শীর্ষ লিগে খেলতে পারতেন | খেলা

রোনালদো আরও দুই কিংবা তিন বছর শীর্ষ লিগে খেলতে পারতেন | খেলা

<![CDATA[

এই ফেব্রুয়ারিতেই ক্রিস্টিয়ানো রোনালদো পা দিয়েছেন ৩৯ বছরে। তার আগে গত ডিসেম্বরে ইউরোপ থেকে পাত্তাড়ি গুটিয়ে সৌদি আরবে পাড়ি জমিয়েছেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা এই ফুটবলার। মাত্র ১ মৌসুম আগেও ম্যানচেস্টার ইউনাইটেডের জার্সিতে হয়েছিলেন ক্লাবের সর্বোচ্চ গোলদাতা। তার আকস্মিক সৌদি যাত্রা বিস্ময়ের জন্ম দিয়েছিল অনেকটাই।

পর্তুগিজ মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদো বিস্ময়কর এক চুক্তিতে গত ৩০ ডিসেম্বর যোগ দেন সৌদি প্রো লিগের দল আল নাসরে। বিশ্বকাপের সময় ম্যানচেস্টার ইউনাইটেড তার সঙ্গে চুক্তি ছিন্ন করার পর ইউরোপের বাইরে পা বাড়ান তিনি। পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী রোনালদো এরই মধ্যে আলোড়ন তুলেছেন সৌদির লিগে। লিগে সবশেষ ম্যাচে একাই করেছেন ৪ গোল।

 

তবে তার সাবেক ক্লাব রিয়াল মাদ্রিদের সাবেক সভাপতি র‍্যামন ক্যালদেরন মনে করেন, পর্তুগিজ তারকা সঠিক সময়ে ইউরোপ ছেড়ে সৌদিতে পাড়ি দেননি। সর্বকালের অন্যতম এই সেরার বিশ্বের প্রতিযোগিতামূলক লিগগুলোতে আরও কিছু দেওয়ার ছিল।

আরও পড়ুন:রোনালদোকে নিয়ে সুর পাল্টালেন আল-নাসর কোচ

র‍্যামন ক্যালদেরনই রিয়াল মাদ্রিদের সভাপতি থাকাকালীন সময়ে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে ২০০৯ সালে বিশ্বরেকর্ড গড়ে রোনালদোকে নিয়ে আসেন। 

জিবি নিউজকে তিনি বলেন, ‘আমি তাকে আরও দুই কিংবা তিনবছর শীর্ষ লিগগুলোয় খেলতে দেখলে খুশি হতাম। আমি মনে করি, সে এখনো অনেক ফিট এবং ভালো অবস্থায় আছে। সে এমন একজন খেলোয়াড়, যে ক্যারিয়ারের শুরু থেকেই নিজের খেয়াল রেখে এসেছে। তবে আমার মনে হয় সে ভেবেছে, এটাই তার জন্য সঠিক পছন্দ, তাই আমি তাকে শুভকামনা জানাই বাকিদের মতো, যারা আমাদের হয়ে খেলেছেন।’

আরও পড়ুন:মেসিকে নিয়ে সুখবর দিল পিএসজি কোচ

রোনালদোর ইউরোপ ছেড়ে সৌদির লিগে খেলতে যাওয়াকে অনেকেই বলছেন মেসি-রোনালদো দ্বৈরথের সমাপ্তি হিসেবে। কাতার বিশ্বকাপে দারুণ নৈপুণ্য দেখিয়ে ৩৬ বছর পর আর্জেন্টিনাকে বিশ্বকাপ জিতিয়েছেন ৩৫ বছর বয়সী মেসি। এরপর থেকেই জোরেশোরে তার নাম আসছে পেলে-ম্যারাডোনার সঙ্গে সর্বকালের সেরার বিতর্কে। মেসি-রোনালদো দ্বৈরথ নিয়েও নিজের মতামত জানিয়েছেন ক্যালদেরন।

তিনি বলেন, ‘তারা দুজনই ভিন্ন প্রকৃতির খেলোয়াড়, তবে আমি দুজনকেই পছন্দ করি। আমার মনে হয় আমরা সৌভাগ্যবান যে, পোপও ফুটবল পছন্দ করেন। আমরা সৌভাগ্যবান তাদের মতো খেলোয়াড়দের পেয়ে, যারা একই সময়ে ভিন্ন ভিন্ন দলে খেলেছে। এটা তাদের জন্য এবং তারা যে ক্লাবগুলোর হয়ে খেলেছে, তাদের সবার জন্যই দারুণ ঘটনা। অবিশ্বাস্য খেলোয়াড় তারা, চলুন প্রার্থনা করি, যেন পরবর্তী সময়ে তাদের মতো আরও অনেক খেলোয়াড় আসে।’ 

]]>

সূত্র: সময় টিভি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *