<![CDATA[
ফুটবল তারকাদের মধ্যে বর্তমানে শীর্ষে রয়েছেন লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো। তবে এক সময়ে প্রিয় ফুটবল আঙ্গিনাকে বিদায় জানাতে হবে মেসি ও রোনালদোকে। কালের ধারাবাহিকতায় এই তারকা যুগলকে টপকিয়ে যাবে অনেকে। সে বিষয়েই কথা বলেছেন বেলজিয়ামের তারকা খেলোয়াড় রোমেলু লুকাকু।
লুকাকুর মতে, মেসি এবং রোনালদোকে টপকে সময়ের সেরা হয়ে উঠবেন কিলিয়ান এমবাপ্পে ও আর্লিং হল্যান্ড। ফরাসি তারকা এমবাপ্পে বর্তমানে দেশটির ক্লাব পিএসজিতে খেলছেন। আর নরওয়ের জাতীয় দলের খেলোয়াড় হল্যান্ড খেলছেন ম্যানচেস্টার সিটিতে।
আরও পড়ুন: একজন কিংবদন্তি স্ট্রাইকারকে কোচিং করিয়েছি: আনচেলত্তি
কয়েকবছর ধরে ফুটবলে রাজত্ব করছেন মেসি ও রোনালদো। দুজনে মিলে ১২টি ব্যালন ডি’অর জয় করেছেন। মেসির দখলে রয়েছে ৭টি, আর রোনালদোর ৫টি। ধারণা করা হয়, এই দুই তারকার মধ্যে যে অলিখিত প্রতিদ্বন্দ্বিতা রয়েছে, সেটি তাদেরকে সেরা হয়ে উঠতে সহায়তা করেছে।
সিএনএনকে দেয়া এক সাক্ষাৎকারে লুকাকু বলেন, ‘আমি মনে করি আগামী দশ বছর ধরে হল্যান্ড এবং এমবাপ্পে ফুটবল জগতে রাজত্ব করবে। তারা নতুন প্রজন্মকে প্রতিনিধিত্ব করছে। আমি মনে করি, দুই বছরের মধ্যেই তারা মেসি ও রোনালদোকে ছাড়িয়ে যাবে।’
]]>