Skip to content

রোহিঙ্গা ক্যাম্পে শিশুদের সঙ্গে মেতেছেন বেলজিয়ামের রানি | বাংলাদেশ

রোহিঙ্গা ক্যাম্পে শিশুদের সঙ্গে মেতেছেন বেলজিয়ামের রানি | বাংলাদেশ

<![CDATA[

কক্সবাজারের উখিয়ায় অবস্থিত বিশ্বের সর্ববৃহৎ শরণার্থী (রোহিঙ্গা) ক্যাম্প পরিদর্শনে গিয়েছেন জাতিসংঘের মহাসচিবের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনের দূত ও বেলজিয়ামের রানি মাথিল্ডে। এ সময় ক্যাম্পে রোহিঙ্গা শিশুদের সঙ্গে তাকে খোশগল্প করতে দেখা গেছে।

এর আগে মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে ক্যাম্পে পৌঁছান বেলজিয়ামের রানি মাথিল্ডে। প্রথমে তিন নম্বর রোহিঙ্গা ক্যাম্পে অবস্থিত একটি শিক্ষাকেন্দ্র পরিদর্শন করেন। পরে রোহিঙ্গা নারীদের সঙ্গে সাক্ষাতের কথা রয়েছে তার।

এ ছাড়াও ক্যাম্পে বর্জ্য ব্যবস্থাপনাসহ নানা কার্যক্রম পরিদর্শন ও বিভিন্ন প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করবেন রানি।

আরও পড়ুন: রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে কক্সবাজারে বেলজিয়ামের রানি

এর আগে সকাল পৌনে ৯টার দিকে নভোএয়ারের একটি ফ্লাইটে কক্সবাজার বিমানবন্দরে পৌঁছান বেলজিয়ামের রানি।

তার সঙ্গে রয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ ও তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য সাইমুম সরওয়ার কমল। রানির এ সফর রোহিঙ্গাদের স্বদেশে ফেরত পাঠাতে সহায়ক ভূমিকা রাখবে বলে প্রত্যাশা মন্ত্রীর।

]]>

সূত্র: সময় টিভি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *