Skip to content

লক্ষ্মীপুরে ডেঙ্গু কেড়ে নিল গৃহবধূর প্রাণ | বাংলাদেশ

লক্ষ্মীপুরে ডেঙ্গু কেড়ে নিল গৃহবধূর প্রাণ | বাংলাদেশ

<![CDATA[

লক্ষ্মীপুরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হনুফা বেগম (৩৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। সোমবার (৭ আগস্ট) দিবাগত রাত ১টার দিকে নোয়াখালীর একটি হাসপাতালে চিকিৎসাধীন থেকে তিনি মারা যান।

হনুফা বেগম জেলার সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়ন পরিষদের সদস্য ওবায়দুল হক হিরনের স্ত্রী। তার বাবার বাড়ি কিশোরগঞ্জ জেলায়।

ইউপি সদস্য ওবায়দুল হক হিরন তার স্ত্রীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন৷

 

আরও পড়ুন: ফরিদপুরে ডেঙ্গুতে এবার প্রাণ গেল যুবকের

তিনি জানান, গত কয়েকদিন ধরে তার স্ত্রী অসুস্থ ছিলেন। শুরুতে বাড়িতে রেখেই তাকে চিকিৎসা দেয়া হয়। সোমবার রাত ৮টার দিকে অবস্থার অবনতি হলে তাকে নোয়াখালীর প্রাইম হাসপাতালে নেয়া হয়। সেখানে পরীক্ষা করে তার ডেঙ্গু জ্বর ধরা পড়ে। ওই হাসপাতালের চিকিৎসকরা তাকে ঢাকায় নিয়ে যাবার পরামর্শ দেন। এরই মধ্যে তার স্ত্রী মারা যান।

]]>

সূত্র: সময় টিভি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *