Skip to content

লর্ডস টেস্ট থেকে ছিটকে গেলেন লায়ন, অনিশ্চিত অ্যাশেজের বাকি ম্যাচগুলোতেও | খেলা

লর্ডস টেস্ট থেকে ছিটকে গেলেন লায়ন, অনিশ্চিত অ্যাশেজের বাকি ম্যাচগুলোতেও | খেলা

<![CDATA[

লর্ডস টেস্টের দ্বিতীয় দিন ফিল্ডিংয়ের সময় চোট পেয়েছিলেন নাথান লায়ন। প্রাথমিকভাবেই ধারণা করা যাচ্ছিল, চোট গুরুতর। কারণ ইনজুরির কারণে পরের দুইদিন আর মাঠেই নামেননি ডানহাতি স্পিনার। এবার আরও দুঃসংবাদ থাকছে অজিদের জন্য। ডানহাতি জাদুকরকে এই টেস্টে আর পাচ্ছে না প্যাট কামিন্সের দল।

চোটের পর দ্বিতীয় দিন আর মাঠে নামা হয়নি লায়নের। তৃতীয় দিন মাঠে এলেন ঠিকই, তবে স্ক্র্যাচে ভর করে। তখন আরও স্পষ্ট হয়ে যায়, বড়সড় কোনো সমস্যাতেই পড়েছেন অজি স্পিনার। আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে সেটা নিশ্চিত করল অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড।  

 

আরও পড়ুন: প্রথম ওভারেই ৪ উইকেট, শাহিন আফ্রিদির বিশ্বরেকর্ড

 

চোটের কারণে লর্ডস টেস্টে আর খেলা হচ্ছে না লায়নের। শুধু তাই নয়, পুরো অ্যাশেজেই তাকে আর না পাওয়ার সম্ভাবনা রয়েছে অস্ট্রেলিয়ার। তবে সেটা এখনও নিশ্চিত নয়। লর্ডস টেস্টের শেষে এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়ার ওয়েবসাইট। সেখানে বলা হয়,  ‘লায়নের পুনর্বাসনে সময় লাগবে। সিরিজের বাকি অংশের তাকে পাওয়া যাবে কিনা সে সিদ্ধান্ত নেয়া হবে লর্ডস টেস্ট শেষ হলে।’ 

 

লর্ডস টেস্ট শেষের আশায় লায়নের ভাগ্য ঝুলিয়ে রাখা হলেও ক্রিকেট অস্ট্রেলিয়া এটাও জানিয়েছে, এবারের অ্যাশেজে আর খেলার তেমন সম্ভাবনা নেই লায়নের। তার বদলি হিসেবে হেডিংলি টেস্টে অ্যাশেজ অভিষেক হতে পারে টড মারফির। ভারতের বিপক্ষে আন্তর্জাতিক অভিষেকে দুর্দান্ত বোলিং করেছিলেন ডানহাতি এই স্পিনার।

 

আরও পড়ুন: যে সমীকরণ মিললে বিশ্বকাপে জায়গা পাবে ওয়েস্ট ইন্ডিজ 

 

বিকল্প স্পিনার থাকলেও লায়নের অনুপস্থিতি কিছুটা ব্যাকফুটে থাকবে অস্ট্রেলিয়া। কারণ অভিজ্ঞ এই স্পিনার অ্যাশেজের প্রথম টেস্টেও একাই নিয়েছিলেন ৮ উইকেট। এছাড়া ব্যাট হাতেও দলের জয়ে অবদান রেখেছিলেন তিনি।

 

 

 

]]>

সূত্র: সময় টিভি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *