<![CDATA[
কাউকে দেখা মাত্রই মনে ভালোবাসার জন্ম হতে ঠিক কতটা সময় লাগে, কী বলছে বিজ্ঞান? প্রথম বারের দেখাতেই কি কাউকে ভালোবাসা যায়? যাকে দেখে আপনার মনে বেহালা বাজতে শুরু করল, সেই সুর কি উল্টো দিকের মানুষটাও শুনতে পাচ্ছে? এ বিষয়ে বিজ্ঞান কি বলে?
‘লাভ অ্যাট ফার্স্ট সাইট’ খুবই প্রচলিত কথা। যদিও প্রতিটি সম্পর্কের সমীকরণ আলাদা। তাই কারও একটি কথায় নিজের গোটা জীবন বাজি ধরতে ঠিক কতটা সময় লাগে, তা বলা সত্যিই মুশকিল। কারও ক্ষেত্রে উল্টো দিকে থাকা মানুষটির মনের ভাষা বুঝতে সময় লাগে মাত্র ৪৫৭ সেকেন্ড, অর্থাৎ ৭ মিনিটের একটু বেশি।
আরও পড়ুন: শীতকালীন অ্যালার্জির উপসর্গ ও বাঁচার উপায়
আবার একসঙ্গে ১০ বছর থেকেও পাশের মানুষটির সম্পর্কে অনেক অজানা থাকে। সে কী খেতে ভালোবাসেন, তা জানেন না এমন অনেক দম্পতিও আছেন। মনোবিদদের মতে, দু’টি সম্পূর্ণ ভিন্ন মানুষকে চেনার এবং জানার ক্ষেত্রে একই বিষয়ে কৌতূহল, তাদের পছন্দ, রুচিবোধ, এই সব থেকেও সম্পর্কের সূত্রপাত হতে পারে। সেক্ষেত্রে পুরো বিষয়টি সময় সাপেক্ষ।
আরও পড়ুন: ৫ নভেম্বর: ইতিহাসের এইদিনে
আবার অনেক ক্ষেত্রেই দেখা যায়, এদের মধ্যে কেউ কেউ অন্যান্য যুগল বা দম্পতির দ্বারাও প্রভাবিত হয়। তারা তুলনা করে দেখতে চান তাদের সম্পর্কের অগ্রগতি ঠিক পথেই এগোচ্ছে কিনা।
সূত্র: আনন্দবাজার
]]>