Skip to content

লেবাননকে আটকাতে ছক কষছে বাংলাদেশ | খেলা

লেবাননকে আটকাতে ছক কষছে বাংলাদেশ | খেলা

<![CDATA[

ইন্টারকন্টিনেন্টাল কাপে ভারতের কাছে ২-০ গোলে হেরেছে লেবানন। এ লেবাননের বিপক্ষে আগামী ২২ জুন মাঠে নামবে বাংলাদেশ। তার আগে নিজদের প্রস্তুত করতে ভারতে অনুশীলন করছেন ক্যাব্রেরার দল।

ভারতের বেঙ্গালুরুতে বুধবার (২১ জুন) শুরু হবে সাফ চ্যাম্পিয়নশিপের চোদ্দতম আসর। তার আগে নিজেদের প্রস্তুত করতে ব্যস্ত সকল দল। ব্যতিক্রম নয় বাংলাদেশও। কর্নাটক স্টেট ফুটবল অ্যাসোসিয়েশনের টার্ফে প্রস্তুতি সেরেছে বাংলাদেশ। পাশাপাশি বাংলাদেশের সহকারী কোচ হাসান আল মামুন জানিয়েছেন, লেবানন ম্যাচের ছক কষছে তারা।

আরও পড়ুন: লম্বা সফরে ফুটবলারের জ্বর, হোটেল পরিবর্তন বাংলাদেশের 

সহকারী কোচ হাসান আল মামুন বলেন, ‘আজ দ্বিতীয় দিন ট্রেনিং করলাম আমরা। দলের মোড়াল আমার আগে থেকে ভালো লাগছে। সবশেষ কম্বোডিয়া ম্যাচে আমাদের যে ভুলগুলো ছিল, সেগুলো নিয়ে, বিশেষ করে ট্যাকটিক্যাল যে বিষয়গুলো-কীভাবে আক্রমণে যাব, কিভাবে ডিফেন্স ব্লক করব, এ কাজগুলো আজকে আমরা করেছি।’

তিনি আরও বলেন, ‘অবশ্যই আমরা জানি যে, লেবানন র‌্যাঙ্কিংয়ে আমাদের চেয়ে ভালো দল। আমাদেরও একটা পরিকল্পনা আছে, ওরা শক্তিশালী কিন্তু আমাদেরও সুযোগ আছে ওদের চমকে দেয়ার এবং সেভাবেই প্রস্তুত হচ্ছি। লেবাননের দুর্বল জায়গাগুলো নিয়ে কাজ করেছি।’

লেবাননের বিপক্ষে ম্যাচটা বাংলাদেশের ডিফেন্সের জন্য বড় চ্যালেঞ্জ। তবে বাংলাদেশের গোলরক্ষক জিকো জানালেন, তারা ভালো প্রস্তুতি নিচ্ছে। ভালো ফলের জন্য আশাবাদ তিনি।

বাংলাদেশের গোলরক্ষক আনিসুর রহমান জিকো বলেন, ‘আমরা ভালোভাবে প্রস্তুতি নিয়েছি, অনেক সময় পেয়েছি। দুটো প্রীতি ম্যাচ খেলেছি। দুটোতেই জিতেছি। আমরা কোনো গোলও খাইনি, এটা অনেক ভালো দিক। লেবানন, মালদ্বীপ, ভুটান-এরা সবাই আমাদের থেকে অনেক এগিয়ে র‍্যাঙ্কিংয়ে। এখন আমাদের লক্ষ্য হচ্ছে ম্যাচ ধরে ধরে চিন্তা করা। বিশেষ করে আমরা যারা গোলরক্ষক ও ডিফেন্ডাররা আছি তাদের ওপর অনেক চাপ থাকবে যেহেতু লেবাননের আক্রমণ অনেক ভালো। আমরা যেই খেলি না কেন, নিজেদের সেরাটা দিতে হবে।’

জিকো আরও বলেন, ‘আমি একটা সাফ খেলেছি, কিছুটা অভিজ্ঞতা হয়েছে। আমি মনে করি এখন অনেক বেশি দায়িত্ব আমার ওপর। আমার বিশ্বাস সবাই যদি নিজের সেরাটা দিতে পারে তাহলে আমরা অবশ্যই ভালো একটা ফল দিতে পারব।’

আরও পড়ুন: কৃত্রিম ঘাসে অনুশীলন করে বিপাকে বাংলাদেশ 

দলের পাশাপাশি নিজের ব্যক্তিগত লক্ষ্যটাও জানালেন তিনি। জিকো বলেন, ‘ব্যক্তিগত লক্ষ্য হচ্ছে, আগে দল তারপর আমি। যদি দল জিতে তাহলে আমিও জিতে যাব। ব্যক্তিগতভাবে বলতে গেলে আমি যেহেতু একজন গোলরক্ষক সুতরাং আমার নিজের ভালো খেলতে হবে। আমার মূল লক্ষ্য হচ্ছে, আমি সব ম্যাচেই ক্লিন শিট রাখতে চাই।’  

]]>

সূত্র: সময় টিভি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *