Skip to content

লোহার জায়গা দখল করল বাঁশ ও কাঠ | বাংলাদেশ

লোহার জায়গা দখল করল বাঁশ ও কাঠ | বাংলাদেশ

<![CDATA[

ভবনের দ্বিতীয় তলার ছাদ নির্মাণ চলছে। সেন্টারিংয়ে লোহার পাইপ ও স্টিলের পাত ব্যবহার করার কথা; কিন্তু ব্যবহার করা হচ্ছে বাঁশ ও কাঠ। পিরোজপুর পানি উন্নয়ন বোর্ড (পাউবো) জেলা কার্যালয়ের ভবনের দ্বিতীয় তলার নির্মাণ কাজে এমন চরম অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে। চেখের সামনে এ অনিয়ম চললেও কাজের তদারকির দায়িত্বে থাকা কর্মকর্তারা না দেখার ভান করছেন।

পিরোজপুরে পাউবোর নির্বাহী প্রকৌশলীর জেলা কার্যালয়ের দুই তলা ভবনের নির্মাণ কাজ শুরু হয়েছে কয়েকদিন আগে। বর্তমানে ভবন ও ছাদ নির্মাণে কাজ করছে মোহাম্মদ ইউনুস এন্ড ব্রাদার্স নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। দূর থেকে বিশাল কর্মযজ্ঞ দেখে নির্মাণস্থলে গিয়ে চোখ ছানাবড়া। দ্বিতীয় তলার ছাদের সেন্টারিংয়ে লোহার পাইপ ও স্টিলের পাতের বদলে ব্যবহার করা হচ্ছে বাঁশ ও কাঠ।

২০২৩ সালের ০১ মে শুরু হওয়া কাজটি শেষ হবার কথা রয়েছে ২০২৪ সালের এপ্রিল মাসের ৩০ তারিখের মধ্যে। কাজটির চুক্তি মূল্য নির্ধারণ করা হয়েছে ৩১ লাখ ৪৬ হাজার ৩৫৬ টাকা। তবে চলমান এ কাজে ইতোমধ্যেই নানা অনিয়ম ও দুর্নীতির চিত্র ইতোমধ্যেই সামনে এসেছে। কার্যাদেশে পাথর দিয়ে ঢালাই ছাদের সেন্টারিংয়ে লোহার পাইপ ও স্টিল পাতের ব্যবহার করার কথা উল্লেখ আছে। কিন্তু লোহার পাইপের বদলে বাঁশ আর স্টিলের পাতের বদলে কাঠের ব্যবহার করা হচ্ছে। পাশাপাশি ছাদ ঢালাইয়ের কাজে যে রড ব্যবহার করা হয়েছে তা নিয়েও আছে অভিযোগ।

নাম প্রকাশে অনিচ্ছুক পাউবোর একজন ঠিকাদার জানান, জেলা পানি উন্নয়ন বোর্ডের কিছু কর্মকর্তাদের যোগসাজশে এমন কার্যক্রম তাদের মাথার ওপরেই চলছে। সবাই বিষয়টি দেখেও না দেখার মতো অবস্থা হয়েছে। লোহার পাইপের স্থানে জোড়া তালি দেয়া বাঁশ ব্যবহারের কারণে যে কোন সময় পাথর দিয়ে ঢালাই ছাদ ভেঙে পড়তে পারে। তাই এই কার্যালয়ে বর্তমানে কোন কাজের জন্য আসা সকলের জন্য অনিরাপদ হয়ে দাঁড়িয়েছে। কিছু অসাধু ঠিকাদার ও কর্মকর্তাদের কারণেই এ অনিয়ম হচ্ছে। এ বিষয়ে তিনি পানি উন্নয়ন বোর্ডের উপরস্থ কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেন।

আরও পড়ুন: পরিবার পরিকল্পনা অফিস /ভবন নির্মাণে পাথরের বদলে খোয়া!

তবে অভিযোগের বিষয়ে কাজের ঠিকাদারি প্রতিষ্ঠান মোহাম্মদ ইউনুস এন্ড ব্রাদার্সের কাউকে কথা বলার জন্য পাওয়া যায়নি। জানা গেছে ঠিকাদারি প্রতিষ্ঠান মোহাম্মদ ইউনুস এন্ড ব্রাদার্সের লাইসেন্স ব্যবহার করে মূল ঠিকাদারের বাইরে অন্য কেউ এ কাজ করছে।

অভিযোগের বিষয়ে পিরোজপুর পাউবো উপ-বিভাগীয় প্রকৌশলী আবু জাফর মো. আলমগীর জানান, কাজে কিছুটা অনিয়ম হয়েছে। তবে এতে কোন সমস্যা হবে না। তারা বিষয়টি দেখছেন।

এ বিষয়ে পিরোজপুরের পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী নুসাইর হোসেন কোন কথা বলতে রাজি হননি।

শুধু পিরোজপুরে নয় দেশের বিভিন্ন স্থান থেকে নির্মাণ কাজে এ ধরনের অনিয়মের অভিযোগ খবর পাওয়া যায়। রডের বদলে বাঁশ দিয়ে স্কুলের ভবন নির্মাণের মতো ঘৃণ্য কাজেও লিপ্ত থাকে কিছু অসাধু ঠিকাদারি প্রতিষ্ঠান। ভবন নির্মাণে অনিয়মের কারণে প্রায় দুর্ঘটনার খবরও পাওয়া যায়।

আরও পড়ুন: লোহার বদলে বাঁশ ও কাঠ, ধসে পড়ল নির্মাণাধীন সড়ক ভবনের ছাদ

লোহার বদলে বাঁশ ব্যবহার করায় ২০২২ সালে রংপুর সড়ক বিভাগের নির্মাণাধীন একটি দোতলা ভবনের ছাদ ধসে পড়ে। এতে পাঁচ থেকে ছয় জন শ্রমিক আহত হয়।

ভবন নির্মাণে বাঁশের ব্যবহারসহ নির্মাণকাজে অনিয়ম-দুর্নীতি রুখতে অনেক আগে থেকেই দুর্নীতি দমন কমিশন-দুদককে সম্পৃক্ত করার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।

তাদের অভিমত, যে প্রতিষ্ঠানগুলো এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত, তাদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দিলেই এর নিয়ন্ত্রণ সম্ভব।

তারা এ ব্যাপারে অভিযোগের অপেক্ষা না করে দুদককে একটি বিশেষ বিভাগ তৈরির পরামর্শ দিয়েছেন, যে বিভাগ সরকারি বিভিন্ন নির্মাণকাজ নজরদারিতে রাখবে।

]]>

সূত্র: সময় টিভি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *